ট্রুথ ইন নাম্বারস্?

ট্রুথ ইন নাম্বারস্? এভরিথিং, আকোর্ডিং টু উইকিপিডিয়া (ইংরেজি: Truth in Numbers? Everything, According to Wikipedia) ২০১০ সালের আমেরিকান প্রামাণ্যচিত্র,[১] যেখানে ব্যবহারকারী সম্পাদনাযোগ্য বিশ্বকোষ উইকিপিডিয়ার অনলাইন ইতিহাস এবং সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। চলচ্চিত্রে সকল ব্যক্তি বা শুধুমাত্র বিশেষজ্ঞদের বিশ্বকোষ সম্পাদনা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন বিবেচনায় আনা হয়।

ট্রুথ ইন নাম্বারস্?
ডিভিডি'র প্রচ্ছদ
পরিচালক
প্রযোজক
শ্রেষ্ঠাংশে
সুরকারজেফ ম্যাকডোনাল্ড
চিত্রগ্রাহক
  • এরিক কোরেৎ
  • জন মিউরিল্যো
সম্পাদক
  • মেডেলিন গেভিন
  • নিক হিল
  • জন মিউরিল্যো
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকগ্লেনইকো এন্টারটেনমেন্ট
মুক্তি
  • জুলাই ২০১০ (2010-07) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল৮৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়

চলচ্চিত্রে, ওয়েবসাইটের ইতিহাস এবং প্রেক্ষাপট উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার-এর ভাষ্য বরাবর উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রে প্রদর্শিত মন্তব্যকারীদের মধ্যে রয়েছেন, লেখক হাওয়ার্ড জিন, দ্য ওয়াশিংটন পোস্টের লিন ডাওনি, সিবিএস নিউজের বব স্কিফার, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রাক্তন প্রধান সম্পাদক রবার্ট ম্যাকহেনরির এবং প্রাক্তন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালক জেমস উলসি। এই তথ্যচিত্রে আলোচিত ঘটনাসমূহ, ইসজে বিতর্ক এবং উইকিপিডিয়া জীবনী বিতর্কসহ উইকিপিডিয়ার উপর নেতিবাচক দিক আলোকপাত করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. হার্ট, হিউ (মার্চ ১১, ২০০৭)। "ইন্ডাস্ট্রি বাজ"সান ফ্রান্সিসকো ক্রনিকল। www.sfgate.com। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৪ 

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা