টোমাস ক্রিস্টিয়ান জুডহোফ

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী

টোমাস ক্রিস্টিয়ান জুডহোফ[টীকা ১] (জার্মান: Thomas Christian Südhof) (জন্ম ২২ ডিসেম্বর ১৯৫৫) হলেন একজন জার্মন জৈবরসায়নবিদ যিনি ২০১৩ সালে জেমস ই রথম্যানর‌্যান্ডি ডব্লিউ শ্যাকম্যানের সাথে যৌথভাবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন।[]

টোমাস ক্রিস্টিয়ান জুডহোফ
জন্ম (1955-12-22) ২২ ডিসেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
জাতীয়তাজার্মানি
মাতৃশিক্ষায়তনহার্ভাড বিশ্ববিদ্যালয়,গোটিংজেন বিশ্ববিদ্যালয়, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনিস্টিটিউট ফর বায়োফিজিক্যাল ক্যামিস্ট্রি
পরিচিতির কারণসিন্যাপটিক ট্রান্সমিশন
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০১৩
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়[], UT Southwestern Medical Center
ডক্টরাল উপদেষ্টাভিক্টর পই উইট্টাকার

টোমাস জুডহোফ ১৯৫৫ সালের ২২ ডিসেম্বর গেটিংজেনে জন্মগ্রহণ করেন। জুডহোফ এসেন বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং গোটিঙেন বিশ্ববিদ্যালয়ে ঔষধবিদ্যায় পড়ালেখা করেন এবং ১৯৮২ সালে তার অভিসন্দর্ভ জমা দিয়ে এম ডি সনদ লাভ করেন।

  1. এই জার্মান ব্যক্তি বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CAP - Thomas Sudhof"। Med.stanford.edu। ২০০৮-০৬-২০। ২০১৩-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০৭ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩