টোটা রায়চৌধুরী
ভারতীয় অভিনেতা
(টোটা রায় চৌধুরী থেকে পুনর্নির্দেশিত)
টোটা রায় চৌধুরী একজন ভারতীয় বাঙালি চিত্রাভিনেতা ৷[১] ইনার আসল নাম পুষ্পরাগ রায়চৌধুরী ৷ জন্ম কলকাতায় ৷ শিক্ষা কার্শিয়াঙের গোথেলস মেমোরিয়াল স্কুলে ৷ ছাত্রজীবনে অনেক নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন ৷ ১৯৯৩ সালে ছাত্রজীবনে মহাবিদ্যালয়ের প্রথম বর্ষে পড়াকালীন প্রথম ছায়াছবি করার সুযোগ পান ৷ প্রভাত রায় পরিচালিত ছবিটির নাম দুরন্ত প্রেম ৷ পরবর্তীকালে অনেক জনপ্রিয় ছায়াছবিতে নায়ক এবং খলনায়কের চরিত্রে অভিনয় করার সুবাদে বর্তমানে তিনি বাংলা চিত্রশিল্পে একজন পরিচিত মুখ ৷ তার জনপ্রিয় ছায়াছবিগুলির মধ্যে চোখের বালি ও টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে আকাশ নীল অন্যতম ৷
টোটা রায় চৌধুরী | |
---|---|
![]() | |
জন্ম | ৯ জুলাই ১৯৭৬ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৯ – বর্তমান |
ওয়েবসাইট | টোটা রায় চৌধুরী |
চলচ্চিত্র সম্পাদনা
- সান গ্লাস (২০১৩)
- আবর্ত(২০১৩)
- তারা (২০১০)
- বল না তুমি আমার (২০১০)
- পরান যায় জলিয়া রে (২০০৯)
- অংশুমানের ছবি (২০০৯)
- পদক্ষেপ (২০০৭)
- টিনটোরেটোর যীশু (২০০৮)
- গোলমাল (২০০৮)
- মন আমার ২০০৮
- দি গেম: ৯০ ঘণ্টা ২০০৭
- দোষর ২০০৬
- শুণ্য এ বুকে ২০০৫
- রাম লক্ষণ ২০০৪
- চোখের বালি ২০০৩
- শিবা ২০০২
- শুভ মহরৎ ২০০২
- সাত ভাই ২০০০
- শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২০০০
- পূজা ১৯৯৬
টেলিভিশন সম্পাদনা
- আন্দোলন
- ফুটবল
- ইঙ্গিত
- এই ঘর, এই সংসার
- এখানে আকাশ নীল
- মুখোশ মানুষ
- তারানাথ তান্ত্রিক
- শ্রীময়ী
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Mukherjee, Roshni (২ আগস্ট ২০১১)। "Two in a row - Times Of India"। Indiatimes। ২৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১১।