টেমপ্লেট:২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ নং. ৩

ম্যাচ ৩
২৩ মার্চ ২০২৪
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
আন্দ্রে রাসেল ৬৪* (২৫)
টি. নটরাজন ৩/৩২ (৪ ওভার)
কলকাতা নাইট রাইডার্স ৪ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: যশবন্ত বার্দে (ভারত) এবং রোহন পন্ডিত (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)
  • সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
    বদলি খেলোয়াড়: নটরাজনের Fall পরিবর্তে অভিষেক শর্মা Rise (সানরাইজার্স হায়দ্রাবাদ) এবং রমনদীপ সিং- এর Fall পরিবর্তে সুইয়াশ শর্মাকে Rise (কলকাতা নাইট রাইডার্স) বিকল্প খেলোয়াড় হিসেবে পরিবর্তন করা হয়েছিল।
  • হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দ্রাবাদ) টি-টোয়েন্টিতে তার ৪০০০ রান করেন,[১] এবং একটিও চার না মেরে একটি আইপিএল ইনিংসে সর্বাধিক ছক্কার (৮) রেকর্ড ভেঙে দেন।[২]
  • আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স) আইপিএলে মাত্র ১৩২২ বলে দ্রুততম ২০০টি ছক্কা মারার ক্রিকেটার হয়েছেন।[৩] আইপিএল ম্যাচে (৯ বার) সর্বাধিক ৫০-এর বেশি স্কোর এবং উইকেট নেওয়ার রেকর্ডও তার দখলে।[২]
  1. "IPL 2024: Dre Russ and Klaasen's blazing knocks, Harshit's heroic final over and other top moments from KKR-SRH thriller"Firstpost (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  2. "Comparing Russell's 64 vs Klaasen's 63 in KKR vs SRH IPL thriller; feat 15 sixes"India TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪ 
  3. "KKR vs SRH: Russell smashes Gayle's record, becomes fastest to 200 IPL sixes"Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৪