টেনিদা (টেলিভিশন ধারাবাহিক)

ভারতীয় বাংলা অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক

টেনিদা ৫২টি পর্ব সমেত জি বাংলা চ্যানেল প্রচারিত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা অবলম্বনে "অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া" অ্যানিমেশন স্টুডিও কতৃত নির্মিত শিশুদের একটি হাস্যরাত্মক বাংলা অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক।[১][২]

টেনিদা
টেনিদা ধারাবাহিকের পোস্টার
ধরনকার্টুন ধারাবাহিক
ভিত্তিনারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা অবলম্বনে
চিত্রনাট্যদেবাশিস ঘোষ
পরিচালকঅরিজিৎ ভদ্র
কণ্ঠ প্রদানকারীসব্যসাচী চক্রবর্তী
দেবাশিস ঘোষ
তপন চক্রবর্তী
অভিজিৎ বিশ্বাস
উদ্বোধনী সঙ্গীতটেনিদা
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৫২
নির্মাণ
নির্বাহী প্রযোজকরাজেশ্বরী রায়
প্রযোজকঅরিজিৎ ভদ্র
নির্মাণের স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
সম্পাদকবিকাশ সরাফ
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা

পটভূমি সম্পাদনা

টেনিদা ওরফে "ভজহরি মুখার্জি" উত্তর কলকাতার পটলডাঙার একজন বাসিন্দা। পটলডাঙার আশেপাশে ​​বসবাস চার তরুণ ছেলেদের দলের নেতা টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। বার বার ব্যার্থ হওয়ার পর, সাত বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। তার খাঁড়ার মত নাকের জন্যে তিনি বিখ্যাত। আর তার বিখ্যাত সংলাপ, "ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক"।

প্রধান চরিত্র সম্পাদনা

চরিত্রের নাম ডাকনাম কন্ঠ দিয়েছেন
ভজহরি মুখার্জি টেনিদা সব্যসাচী চক্রবর্তী
কমলেশ ব্যানার্জি প্যালা অভিজিৎ বিশ্বাস
কুশল মিত্র ক্যাবলা দেবাশিস ঘোষ
স্বর্ণেন্দু সেন হাবুল তপন চক্রবর্তী

পর্বের তালিকা সম্পাদনা

  1. সাংঘাতিক
  2. চেঙ্গিস ও হ্যামলিনের বাঁশিওলা
  3. টেনিদা আর ইয়েতি
  4. ঢাউস
  5. একাদশীর রাঁচি যাত্রা
  6. ক্যামোফ্লেজ
  7. হনোলুলুর মাকুদা
  8. ক্রিকেট মানে ঝিঁঝি
  9. দশানন চরিত
  10. প্রভাত সংগীত
  11. হালখাতার খাওয়াদাওয়া
  12. চারমূর্তি (প্রথম ভাগ)
  13. চারমূর্তি (দ্বিতীয় ভাগ)
  14. বেয়ারিং ছাঁট
  15. বন - ভোজন (প্রথম ভাগ)
  16. বন - ভোজন (দ্বিতীয় ভাগ)
  17. পরের উপকার করিও না (প্রথম ভাগ)
  18. পরের উপকার করিও না (দ্বিতীয় ভাগ)
  19. ভজহরি ফিলিম কর্পোরেশন
  20. চামচিকে আর টিকিট চেকার
  21. পেশোয়ার কি আমীর (প্রথম ভাগ)
  22. পেশোয়ার কি আমীর (দ্বিতীয় ভাগ)
  23. ঝাউ বাংলোর রহস্য (প্রথম ভাগ)
  24. ঝাউ বাংলোর রহস্য (দ্বিতীয় ভাগ)
  25. ঝাউ বাংলোর রহস্য (তৃতীয় ভাগ)
  26. ঝাউ বাংলোর রহস্য (চতুর্থ ভাগ)
  27. ঝাউ বাংলোর রহস্য (পঞ্চম ভাগ)
  28. ঝাউ বাংলোর রহস্য (ষষ্ঠ ভাগ)
  29. ঝাউ বাংলোর রহস্য (সপ্তম ভাগ)
  30. তত্তাবধান মানে - জীবে প্রেম
  31. কাক - কাহিনী
  32. কুট্টিমামার হাতের কাজ
  33. কুট্টিমামার দন্ত - কাহিনী
  34. কাঁকড়াবিছে (প্রথম ভাগ)
  35. কাঁকড়াবিছে (দ্বিতীয় ভাগ)
  36. চারমূর্তির অভিযান (প্রথম ভাগ)
  37. চারমূর্তির অভিযান (দ্বিতীয় ভাগ)
  38. চারমূর্তির অভিযান (তৃতীয় ভাগ)
  39. চারমূর্তির অভিযান (চতুর্থ ভাগ)
  40. চারমূর্তির অভিযান (পঞ্চম ভাগ)
  41. ভজগৌরাঙ্গ কথা
  42. ন্যাংচাদার হাহাকার (প্রথম ভাগ)
  43. ন্যাংচাদার হাহাকার (দ্বিতীয় ভাগ)
  44. ব্রহ্মবিকাশের দন্তবিকাশ
  45. মৎস্য পুরান
  46. নিদারুণ প্রতিশোধ
  47. টিকটিকির ল্যাজ
  48. দি গ্রেট ছাঁটাই
  49. একটি ফুটবল ম্যাচ
  50. খট্টাঙ্গ ও পলান্ন
  51. কম্বল নিরুদ্দেশ (প্রথম ভাগ)
  52. কম্বল নিরুদ্দেশ (দ্বিতীয় ভাগ)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bengali Cartoon Tenida"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  2. "Tenida | Bangla TV Serial | Full Episode - 01 | Zee Bangla" 

বহিঃসংযোগ সম্পাদনা