টান (২০২২-এর চলচ্চিত্র)
টান রায়হান রাফী পরিচালিত ২০২২ সালের বাংলাদেশী থ্রিলার চলচ্চিত্র। এটি যৌথভাবে রচনা করেছেন রায়হান রাফী ও সিদ্দিক আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ও ফারজানা ছবি। গল্পে দেখা যায় পালিয়ে বিয়ে করা দুই তরুণ-তরুণীর জীবনে হঠাৎ এক দুর্ঘটনা সবকিছু উলট-পালট করে দেয়।[১] চলচ্চিত্রটি ২০২২ সালের ২৭ই জানুয়ারি চরকিতে মুক্তি দেওয়া হয়।[২]
টান | |
---|---|
পরিচালক | রায়হান রাফী |
প্রযোজক | রেদওয়ান রনি |
চিত্রনাট্যকার | রায়হান রাফী |
কাহিনিকার | সিদ্দিক আহমেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জাহিদ নিরব |
চিত্রগ্রাহক | শেখ রাজীবুল ইসলাম |
সম্পাদক | সিমিত রায় অন্তর |
পরিবেশক | চরকি |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- সিয়াম আহমেদ - রাশেদ
- শবনম বুবলি - অবনী
- সোহেল মণ্ডল
- নীলাঞ্জনা নীলা
- ফারজানা ছবি
- আঞ্জুমান শিরিন
- বাঁধন খান
- অরুনিশা অম্মি
- আবদুল হালিম
- সালমান খান রাব্বি
- মাহমুদ আলম
- মেহনাজ তমা
- নাজিম হামিদ
- আবির ওয়াহিদুজ্জামান
নির্মাণ
সম্পাদনাচরকির জন্য নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ও রায়হান রাফী। খাঁচার ভেতর অচিন পাখির পর এটি চরকির সঙ্গে রাফীর নির্মিত দ্বিতীয় ওয়েব চলচ্চিত্র। ২০২২ সালের ২রা জানুয়ারি এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় এবং ১০ই জানুয়ারি চিত্রগ্রহণ সমাপ্ত হয়।[৩]
সঙ্গীত
সম্পাদনাটান চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন জাহিদ নিরব। গানের কথা লিখেছেন রঙ্গন চক্রবর্তী, আসিফ আলতাফ, পুলক অনিল ও রাসেল মাহমুদ। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, দিলশাদ নাহার কনা, জাহিদ নিরব, মাশা ইসলাম, ও রাসেল মাহমুদ।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "কি করি" | রঙ্গন চক্রবর্তী | ইমরান, দিলশাদ নাহার কনা | ৩:৫৬ |
২. | "ললিত" | আসিফ আলতাফ | জাহিদ নিরব | ৩:২৭ |
৩. | "জীবন দিলাম" | পুলক অনিল | জাহিদ নিরব, মাশা ইসলাম | ৩:০১ |
৪. | "টান র্যাপ" | রাসেল মাহমুদ | ইমরান, জাহিদ নিরব, রাসেল মাহমুদ | ১:৩৪ |
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনা- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র | টান | মনোনীত | [৪] |
শ্রেষ্ঠ পরিচালক (চলচ্চিত্র) | রায়হান রাফী | মনোনীত | ||
শ্রেষ্ঠ অভিনেত্রী | শবনম বুবলি | মনোনীত | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ফারজানা ছবি | মনোনীত | ||
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | সোহেল মণ্ডল | মনোনীত | ||
শ্রেষ্ঠ কাহিনি | রায়হান রাফী, সিদ্দিক আহমেদ | মনোনীত | ||
শ্রেষ্ঠ সম্পাদক | সিমিত রায় অন্তর | মনোনীত | ||
শ্রেষ্ঠ সুরকার | জাহিদ নিরব (গান: ”ললিত" ও "জীবন দিলাম") | মনোনীত | ||
শ্রেষ্ঠ গীতিকার | আসিফ আলতাফ (গান: ”ললিত") | মনোনীত | ||
পুলক অনিল (গান: "জীবন দিলাম") | মনোনীত | |||
শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী | দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল (গান: "কি করি") | মনোনীত | ||
জাহিদ নিরব (গান: ”ললিত") | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পালিয়ে যাওয়া দুই তরুণ-তরুণীর দিনগুলি!"। বাংলা ট্রিবিউন। ৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
- ↑ "চরকিতে সিয়াম–বুবলীর 'টান' আসছে আজ"। দৈনিক প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২৩।
- ↑ "'টান'-এ সিয়াম-বুবলি'র বদলে যাওয়া"। বার্তা ২৪.কম। ৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
- ↑ "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে টান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে টান