ঝালকাঠি সরকারি কলেজ

সরকারি কলেজ

ঝালকাঠি সরকারি কলেজ ঝালকাঠি জেলা বাংলাদেশের একটি সরকারি কলেজ । এই কলেজটি ঝালকাঠি কলেজ নামে পরিচিত।[] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ সেই সাথে রয়েছে ছাত্রাবাস ও ছত্রীনিবাস]। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।

ঝালকাঠি সরকারি কলেজ
নীতিবাক্য শিক্ষা. সততা. সেবা
ধরনসরকারি কলেজ
স্থাপিত০১ জুলাই ১৯৬৪ []
ইআইআইএন১০১৭০৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিক []
ঠিকানা
বরিশাল-খুলনা মহাসড়কের পাশে
, ,
শিক্ষাঙ্গনউপশহর
সংক্ষিপ্ত নামঝা.স.ক
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
ওয়েবসাইটওয়েবসাইট

ইতিহাস

সম্পাদনা

১৯৬৪ সালের ১লা জুলাই ঝালকাঠি শহরের ডাঃ এ জামানের অনুপ্রেরণ্য় সুগন্ধা নদীর তীরে পুরাতন একটি ভবনে ঝালকাঠি কলেজ নামে একটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে কলেজ ক্যাম্পাসের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ১৯৮০ ইং সালে বর্তমান স্থানে ১৩.৯২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে কলেজটি নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয় এবং পর্যায় ক্রমে কলেজটি বর্তমান অবস্থায় উপনীত হয়।

প্রতিষ্ঠা

সম্পাদনা

ঝালকাঠি সরকারি কলেজটি ১৯৬৪ সনে প্রতিষ্ঠত হয় এবং ১৯৮০ সনে কলেজটি জাতীয়করণ করা হয়। অত্র জেলায় এইটাই একমাত্র সহশিক্ষা সরকারি কলেজ। ঝালকাঠি জনবহুল জেলা শহর। ৫০ বৎসরের এই পুরাতন এবং খ্যাতি সম্পন্ন কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেনী হইতে স্নাতক সম্মান পর্যন্ত চালু আছে। কলেজটিতে মানসম্মত শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা পরিচালনা করা হয়। কলেজটিতে ১০০ সিট বিশিষ্ট ১টি ছাত্রাবাস রয়েছে ।

অনুষদসমূহ

সম্পাদনা

উচ্চ মাধ্যমিক শ্রেণী

  • মানবিক শাখা
  • ব্যবসায় শিক্ষা শাখা
  • বিজ্ঞান শাখা

ডিগ্রী শ্রেণী

  • বি.এ,
  • বি.বি.এস,
  • বি.এসসি,

সম্মান শ্রেণী

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • দর্শন বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ []

অবস্থান

সম্পাদনা

বরিশাল-খুলনা মহাসড়কের পাশে কলেজ মোড়ে অবস্থিত। ঝালকাঠি প্রধান বাস স্টাণ্ড থেকে ২০-২৫ টাকা রিক্সা ভাড়া দিয়ে আসা যায় আথবা পায়ে হেঁটে ১৫-২০ মিনিটে আসা যায়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা