ঝাং-স্তোন-র্গ্যা-বো-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা

ঝাং-স্তোন-র্গ্যা-বো-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা (ওয়াইলি: zhang ston rgya bo bsod nams grags pa) (১২৯২-১৩৭০) তিব্বতী বৌদ্ধধর্মের জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের চৌদ্দজন প্রধান শিষ্যের একজন ছিলেন যিনি কালচক্র সম্বন্ধে পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

ঝাং-স্তোন-র্গ্যা-বো-ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা ১২৯২ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের স্ক্যি-শোদ (ওয়াইলি: skyi shod) অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি লাসা শহরে গ্ঝোন-নু-দ্পাল (ওয়াইলি: gzhon nu dpal) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট দীক্ষা নেন ও ম্ত্শাল-গুং-থাং (ওয়াইলি: mtshal gung thang) বৌদ্ধবিহারে ব্ক্রা-শিস-সেং-গে (ওয়াইলি: bkra shis seng ge) নামক পণ্ডিতের নিকট প্রজ্ঞাপারমিতা ও অভিধর্ম সম্বন্ধে অধ্যয়ন করেন। তিনি চৌদ্দ বছর বয়সে ভারতীয় পণ্ডিত কৃষ্ণের নিকট সংস্কৃত ব্যাকরণ শিক্ষা নেন। বাইশ বছর ব্যসে সা-স্ক্যা বৌদ্ধবিহারের প্রধান 'জিগ্স-মেদ-গ্রাগ্স-পা (ওয়াইলি: 'jigs med grags pa) তাকে ভিক্ষুর শপথ দান করেন এবং বিনয়, প্রজ্ঞাপারমিতা ও অভিধর্ম সম্বন্ধে শিক্ষা দেন। পঁয়ত্রিশ বছর বয়স থেকে শুরু করে পরবর্তী আঠাশ বছরের জন্য তিনি জো-নাং ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের নিকট কালচক্র, নারো পার ছয় যোগ, নিগুমার ছয় যোগ গুর-ব্র্তাগ-সাম-গ্সুম (ওয়াইলি: gur brtag sam gsum) ও সেম্স-'গ্রেল-স্কোর-গ্সুম (ওয়াইলি: sems 'grel skor gsum) নামক দুইটি তিব্বতী পুঁথি সম্বন্ধে শিক্ষালাভ করেন। চৌষট্টি বছর বয়সে তিনি দ্পাল-স্তেং (ওয়াইলি: dpal steng) বৌদ্ধবিহারের প্রধান হিসাবে নির্বাচিত হন। তিনি ঐ বিহারে দোল-পো-পা-শেস-রাব-র্গ্যাল-ম্ত্শানের একটি বিশালাকার স্বর্ণাভ চিত্র নির্মাণ করান এবং পনেরো বছর ধরে কালচক্রবিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষাদান করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Shangton Gyawo Sonam Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১১