নিগুমা
নিগুমা দশম শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় বৌদ্ধ যোগিনী ছিলেন।
সংক্ষিপ্ত জীবনীসম্পাদনা
তার জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। তিনি কাশ্মীরে এক ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে তিনি বিখ্যাত বৌদ্ধ সাধক নারো পার ভগিনী বা সঙ্গিনী ছিলেন। শাংস-পা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রবক্তা খ্যুং-পো-র্নাল-'ব্যোর তার প্রধান শিষ্য ছিলেন যাকে তিনি নিগুমার ছয় যোগ সম্বন্ধে শিক্ষাদান করেন। নিগুমার জীবন নিয়ে র্মোগ-ল্চোগ-পা-কুন-দ্গা'-'ওদ (ওয়াইলি: rmog lcog pa kun dga' 'od) নামক এক বৌদ্ধ লামা একটি সংক্ষিপ্ত জীবনী রচনা করেছেন।[১]
তথ্যসূত্রসম্পাদনা
আর পড়ুনসম্পাদনা
- Prenzel, Angelika (২০০৭)। Dakinis: Lebensgeschichten weiblicher Buddhas / Dakinis: Life Stories of the female Buddhas। Wuppertal, Germany। আইএসবিএন 9-783937-160139।(জার্মান)