জে এম সেন স্কুল এন্ড কলেজ
চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান
জে এম সেন স্কুল এন্ড কলেজ বা যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোতোয়ালী থানার অন্তর্গত।
জে এম সেন স্কুল এন্ড কলেজ | |
---|---|
অবস্থান | |
কবি নজরুল ইসলাম সড়ক, ফিরিঙ্গীবাজার , ৪০০০ | |
স্থানাঙ্ক | ২২°১৯′৫৩″ উত্তর ৯১°৫০′১৪″ পূর্ব / ২২.৩৩১৪৫০° উত্তর ৯১.৮৩৭০৯৬° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি ও এমপিওভুক্ত |
নীতিবাক্য | Read, in the name of your lord (পড়, তোমার প্রভুর নামে ) |
প্রতিষ্ঠাকাল | ১৯১৩ |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
বিদ্যালয় কোড | ইআইআইএন: ১০৪৫০৭ |
অধ্যক্ষ | জহুরুল ইসলাম |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
ওয়েবসাইট | www |
সর্বশেষ হালনাগাদ: ১০ই জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ |
ইতিহাস
সম্পাদনা১৯১৩ খ্রিষ্টাব্দে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের জমি ও অর্থ সহায়তায় চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে জে এম সেন হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।[১] যতীন্দ্রমোহন সেনগুপ্তের পিতা যাত্রামোহন সেনের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়। স্বদেশী যুগে চট্টগ্রামে স্থাপিত বিদ্যালয় গুলোর মধ্যে এটি অন্যতম।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া, বীর উত্তম খেতাব প্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং সংস্কৃতিকর্মী।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দেশপ্রিয়'র বাড়ি সংরক্ষণ করা হোক"।
- ↑ "ফিরিঙ্গিবাজারে যেমন ছিলো কবরীর শৈশব - প্রথম আলো"। www.prothomalo.com।
- ↑ "খাজা নিজামউদ্দীন ভূঁইয়া - প্রথম আলো"। www.prothomalo.com।