জেফ ডুজন

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

পিটার জেফ্রি জেফ লিরয় ডুজন (ইংরেজি: Peter Jeffrey Leroy Dujon; জন্ম: ২৮ মে, ১৯৫৬) কিংস্টনে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের কোচ, বিখ্যাত ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা।[] বর্তমানে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য জেফ ডুজন মূলতঃ উইকেট-রক্ষক ছিলেন। ১৯৮০-এর দশকে স্ট্যাম্পের পিছনে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। পাশাপাশি নিচেরসারির কার্যকরী ব্যাটসম্যান ছিলেন তিনি। ১৯৮৯ সালে উইজডেন কর্তৃক পাঁচজন বর্ষসেরা ক্রিকেটারের একজনরূপে গণ্য হন তিনি।[]

জেফ ডুজন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পিটার জেফ্রি লিরয় ডুজন
জন্ম (1956-05-28) ২৮ মে ১৯৫৬ (বয়স ৬৮)
কিংস্টন, জামাইকা উপনিবেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাউইকেট-রক্ষক, কোচ, ধারাভাষ্যকার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৭৬)
২৬ ডিসেম্বর ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৮ আগস্ট ১৯৯১ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৬)
৫ ডিসেম্বর ১৯৮১ বনাম পাকিস্তান
শেষ ওডিআই২২ অক্টোবর ১৯৯১ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৪-১৯৯৩জামাইকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৮১ ১৬৯ ২০০ ২১১
রানের সংখ্যা ৩,৩২২ ১,৯৪৫ ৯,৭৬৩ ২,৬৯৪
ব্যাটিং গড় ৩১.৯৪ ২৩.১৫ ৩৯.০৫ ২৩.০২
১০০/৫০ ৫/১৬ ০/৬ ২১/৫০ ০/১২
সর্বোচ্চ রান ১৩৯ ৮২* ১৬৩* ৯৭
বল করেছে ৭২
উইকেট
বোলিং গড় ৪৫.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২৬৭/৫ ১৮৩/২১ ৪৪৭/২২ ২১৮/২৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ অক্টোবর ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

কিংস্টনে জন্মগ্রহণকারী ডুজন উলমার্স স্কুলে অধ্যয়ন করেন।[] ১৯৭৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। জ্যামাইকা জাতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সদস্য থাকাকালীন তিনি ২০০ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন। তার সমগ্র খেলোয়াড়ী জীবন উনিশ বছরের ছিল। ইনিংস প্রতি গড়ে ৪০ রান সংগ্রহ করেছেন ও প্রায় দশ হাজারের কাছাকাছি রান করেন। ঐ সময়ের অন্যান্য উইকেট-রক্ষকের তুলনায় যা ছিল অত্যন্ত সমৃদ্ধপূর্ণ। ৩৩৭ ক্যাচের পাশাপাশি ২২ স্ট্যাম্পিংও করেছেন তিনি।

১৯৯২ সালে ক্রিকেট জীবন থেকে নিজেকে গুটিয়ে নেন। ঐ বছরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী কোচরূপে কাজ করেন ও নিজ মাতৃভূমি জ্যামাইকার তরুণ ক্রিকেটারদের মান উন্নয়নে সম্পৃক্ত থাকেন।

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
পুরস্কার
পূর্বসূরী
মাইক ম্যাককালাম
বর্ষসেরা জামাইকান ক্রীড়াবিদ
১৯৮৮
উত্তরসূরী
মাইক ম্যাককালাম
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ডেসমন্ড হেইন্স
ওয়েস্ট ইন্ডিয়ান ওডিআই ক্রিকেট অধিনায়ক
১৯৮৯/১৯৯০
উত্তরসূরী
রিচি রিচার্ডসন