জেনারেল পোস্ট অফিস, কলকাতা

জেনারেল পোস্ট অফিস, কলকাতা বা জিপিও (GPO Kolkata) হল কলকাতার কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। মধ্য কলকাতার বিনয়-বাদল-দীনেশ বাগ অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে।

জেনারেল পোস্ট অফিস, কলকাতা
মানচিত্র
সাধারণ তথ্য
শহরকলকাতা
দেশপশ্চিমবঙ্গ,ভারত
নির্মাণকাজের সমাপ্তি১৮৬৮
নকশা এবং নির্মাণ
স্থপতিওয়ালটার বি. গ্রেনভিল

১৮৬৮ সালে পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গের একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়।[] পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত।[] ভারত সরকারের স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে।[] বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা,ডাকটিকিট সংগ্রহের লাইব্রেরি ও সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে নির্মিত একটি "রানার" ভাস্কর্য আছে।[]

শহরের পিনকোড ও অঞ্চল

সম্পাদনা
পিনকোড অঞ্চল
৭০০০০১ লালবাজার
৭০০০০২ কাশীপুর
৭০০০০৩ বাগবাজার
৭০০০০৪ হাতিবাগান
৭০০০০৫ আহিরিটোলা
৭০০০০৬ দর্জিপাড়া
৭০০০০৭ জোড়াসাঁকো
৭০০০০৮ বড়িশা
৭০০০০৯ গরপাড়
৭০০০১০ বেলেঘাটা
৭০০০১১ নারকেলডাঙা
৭০০০১২ বউবাজার
৭০০০১৩ চাঁদনী চক
৭০০০১৪ শিয়ালদাহ-এন্টালি
৭০০০১৫ ট্যাংরা
৭০০০১৬ পার্ক স্ট্রিট
৭০০০১৭ পার্ক সার্কাস
৭০০০১৮ বড়তলা - পোর্ট এরিয়া
৭০০০১৯ বালিগঞ্জ

পাদটীকা

সম্পাদনা
  1. কলকাতা: একাল ও সেকাল, রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯৯ মুদ্রণ, পৃ. ৩১
  2. কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস, অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৮১, পৃ. ২৮৮

বহিঃসংযোগ

সম্পাদনা