জেনগি রাজবংশ
জেনগি রাজবংশ ছিল অঘুজ তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম রাজবংশ।[১] সেলজুক সাম্রাজ্যের পক্ষ হয়ে তারা সিরিয়ার অংশবিশেষ ও উত্তর ইরাকের শাসন পরিচালনা করে।[২]
জেনগি রাজবংশ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১১২৭–১২৫০ | |||||||||||
জেনগি রাজবংশের সর্বোচ্চ এলাকা | |||||||||||
রাজধানী | আলেপ্পো | ||||||||||
প্রচলিত ভাষা | অঘুজ তুর্কি আরবি | ||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||||
সরকার | আমিরাত | ||||||||||
আমির | |||||||||||
• ১১২৭–১১৪৬ | ইমাদউদ্দিন জেনগি (প্রথম) | ||||||||||
• ১২৪১–১২৫০ | মাহমুদ আল মালিক আল জহির (শেষ) | ||||||||||
ইতিহাস | |||||||||||
• প্রতিষ্ঠা | ১১২৭ | ||||||||||
• বিলুপ্ত | ১২৫০ | ||||||||||
মুদ্রা | দিনার | ||||||||||
|
ইতিহাস
সম্পাদনাইমাদউদ্দিন জেনগি এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। ১১২৭ সালে তিনি মসুলের সেলজুক আতাবেগ (গভর্নর) হন।[৩] দ্রুত তিনি উত্তর সিরিয়া ও ইরাকে প্রধান ক্ষমতাশালী তুর্কি ব্যক্তি হয়ে উঠেন। ১১২৮ সালে তিনি অরতুকি আমিরদের কাছ থেকে আলেপ্পো জয় করেন। ১১৪৪ সালে ক্রুসেডারদের কাছ থেকে এডেসা জয় করেন। এ ঘটনা তাকে মুসলিম বিশ্বে একজন বীরের মর্যাদা দেয়। দুই বছর পর ১১৪৬ সালে একজন দাস কর্তৃক তিনি নিহত হন।[৪]
ইমাদউদ্দিনের মৃত্যুর পর তার অঞ্চল বিভক্ত হয়ে যায়। মসুল ও ইরাকের অংশ তার বড় ছেলে প্রথম সাইফউদ্দিন গাজি এবং আলেপ্পো ও এডেসা তার দ্বিতীয় পুত্র নুরউদ্দিন জেনগির হাতে যায়। নুরউদ্দিন তার পিতার মত দক্ষ প্রমাণিত হন। ১১৪৯ সালে তিনি এন্টিওকের যুকরাজ রেইমন্ডকে ইনাবের যুদ্ধে পরাজিত করেন এবং পরের বছর ফোরাত নদীর পশ্চিমে এডেসা কাউন্টির অবশিষ্টাংশ জয় করেন।[৫] ১১৫৪ সালে বুরি আমিরদের কাছ থেকে দামেস্কের নিয়ন্ত্রণ নেন।
এরপর তিনি দামেস্ক থেকে শাসন করতে থাকেন। নুরউদ্দিনের সাফল্য বৃদ্ধি পেতে থাকেন। এন্টিওকের আরেকজন যুবরাজ রেইনল্ড অব শাটিলন গ্রেপ্তার হন এবং তার এলাকা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ১১৬০ এর দশকে নুরউদ্দিন জেরুজালেমের রাজা প্রথম আমালরিকের সাথে ফাতেমীয় খিলাফতের নিয়ন্ত্রণলাভের জন্য প্রতিযোগীতায় লিপ্ত হন। শেষপর্যন্ত নুরউদ্দিনের কুর্দি সেনাপতি শিরকুহ ১১৬৯ সালে মিশর জয়ে সমর্থ হন। কিন্তু মিশরের গভর্নর হিসেবে শিরকুহর ভাতিজা ও উত্তরাধিকারী সালাউদ্দিন নুরউদ্দিনের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করেন।[৬]
সালাউদ্দিনকে নিয়ন্ত্রণে আনার জন্য নুরউদ্দিন মিশর অভিযানের পরিকল্পনা করছিলেন। কিন্তু ১১৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার পুত্র ও উত্তরাধিকারী আস সালিহ ইসমাইল আল মালিক এসময় শিশু ছিলেন এবং আলেপ্পো পালাতে বাধ্য হন। সেখানে তিনি ১১৮১ সাল পর্যন্ত শাসন করেন। এসময় তাকে হত্যা করা হয়। মসুলের আতাবেগ তার স্থলাভিষিক্ত হন। সালাউদ্দিন দুই বছর পর আলেপ্পো জয় করেন। ফলে সিরিয়ায় জেনগি শাসনের অবসান হয়।
১৩ শতক পর্যন্ত জেনগি রাজবংশ উত্তর ইরাকে শাসন করতে সক্ষম হয়। ১২৫০ সালের আগ পর্যন্ত তাদের শাসন চূড়ান্তভাবে সমাপ্ত হয়নি।
জেনগি শাসকগণ
সম্পাদনামসুলের জেনগি আতাবেগ ও আমির
সম্পাদনা- প্রথম ইমাদউদ্দিন জেনগি ১১২৭-১১৪৬
- প্রথম সাইফুদ্দিন গাজী ১১৪৬-১১৪৯
- কুতুবউদ্দিন মওদুদ ১১৪৯-১১৭০
- দ্বিতীয় সাইফউদ্দিন গাজি ১১৭০-১১৮০
- ইজাজউদ্দিন মাসুদ ১১৮০-১১৯৩
- প্রথম নুরউদ্দিন আরসালান শাহ ১১৯৩-১২১১
- দ্বিতীয় ইজাজউদ্দিন মাসুদ ১২১১-১২১৮
- দ্বিতীয় নুরউদ্দিন আরসালান শাহ ১২১৮-১২১৯
- নাসিরউদ্দিন মাহমুদ ১২১৯-১২৩৪
- বদরউদ্দিন লুলু ১২৩৪-১২৫৯
আলেপ্পোর জেনগি আমির
সম্পাদনা- প্রথম ইমাদউদ্দিন জেনগি ১১২৮-১১৪৬
- নুরউদ্দিন মাহমুদ ১১৪৬-১১৭৪
- আস সালিহ ইসমাইল আল মালিক ১১৭৪-১১৮১
- দ্বিতীয় ইমাদউদ্দিন জেনগি ১১৮১-১১৮৩
দামেস্কের জেনগি আমির
সম্পাদনা- নুরউদ্দিন মাহমুদ ১১৫৪-১১৭৪
- আস সালিহ ইসমাইল আল মালিক ১১৭৪
সিনজারের (উত্তর ইরাক) জেনগি আমির
সম্পাদনা- দ্বিতীয় ইমাদউদ্দিন জেনগি ১১৭১-১১৯৭
- কুতুবউদ্দিন মুহাম্মদ ১১৯৭-১২১৯
- ইমাদউদ্দিন শাহানশাহ ১২১৯-১২২০
- জালালউদ্দিন মাহমুদ ১২১৯-১২২০
- ফাতেহউদ্দিন উমর ১২১৯-১২২০
জাজিরার (উত্তর ইরাক) জেনগি আমির
সম্পাদনা- মুইজউদ্দিন সানজার শাহ ১১৮০-১২০৮
- মুইজউদ্দিন মাহমুদ ১২০৮-১২৪১
- মাহমুদ আল মালিক আল জহির ১২৪১-১২৫০
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ C.E. Bosworth, The New Islamic Dynasties, (Columbia University Press, 1996), 191.
- ↑ Kirk H. Sowell, The Arab world: An Illustrated History, (Hippocrene Books, Inc., 2002), 102.
- ↑ Ayalon, David, Eunuchs, Caliphs and Sultans: A Study in Power Relationships, (Hebrew University Magnes Press, 1999), 166.
- ↑ Islam and the Crusades 1096-1699, Robert Irwin, The Oxford History of the Crusades, Ed. Jonathan Riley-Smith, (Oxford University Press, 1999), 227.
- ↑ Hunyadi, Zsolt and József Laszlovszky, The Crusades and the Military Orders, (Central European University, 2001), 28.
- ↑ Stevenson, William Barron, The Crusaders in the East, (Cambridge University Press, 1907), 194.