জেদ্দার যুদ্ধ (১৮১৩)

জেদ্দার যুদ্ধ (তুর্কি: Cidde Muharebesi) ১৮১৩ সালে সৌদি আরবের জেদ্দায় সংঘটিত হয়। এটি উসমানীয়-সৌদি যুদ্ধের অংশ। যুদ্ধে মদিনা থেকে তুসুন পাশার নেতৃত্বে উসমানীয় সেনাদল এগিয়ে আসে। অন্যদিকে তার পিতা মুহাম্মদ আলি পাশা মিশর থেকে অগ্রসর হন। মিশরীয় সেনাদল দ্রুত শহর উদ্ধার করে এবং উসমানীয় নিয়োগকৃত শরিফকে কনস্টান্টিনোপলে বন্দী হিসেবে পাঠানো হয়। কয়েকদিন পর এই বাহিনী মক্কা দখল করে এবং সুলতান দ্বিতীয় মাহমুদ গালিব এফেন্দিকে হেজাজের শরিফ হিসেবে পুনরায় নিয়োগ দেন।

জেদ্দায় উসমানীয়দের প্রত্যাবর্তন, ১৮১৩
মূল যুদ্ধ: উসমানীয়-সৌদি যুদ্ধ

মুহাম্মদ আলি
তারিখ১৮১৩ খ্রিষ্টাব্দের প্রথম দিক
অবস্থান
জেদ্দা, পশ্চিম আরব
ফলাফল উসমানীয়দের বিজয়।
বিবাদমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য প্রথম সৌদি রাষ্ট্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
উসমানীয় সাম্রাজ্য মুহাম্মদ আলি পাশা
উসমানীয় সাম্রাজ্য তুসুন পাশা
সৌদ বিন আবদুল আজিজ বিন মুহাম্মদ আল সৌদ
শক্তি
২৫,০০০ ২,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
৬০ জন নিহত ৮০০ জন নিহত

আরও দেখুন

সম্পাদনা