জুহু
মুম্বাইয়ের শহরতলী
জুহু মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের উপনগরগুলোর একটি। এলাকটি বলিউডের বিখ্যাত কলাশিল্পীদের বাসস্থান এবং জুহু সৈকতের কারণে বেশি প্রসিদ্ধ। জুহু পশ্চিমে আরব সাগর দ্বারা, পূর্বে সান্তাক্রুজ ও ভিলে পার্লে দ্বারা, উত্তরে বর্সোবা ও দক্ষিণ দিক খার শহরতলী দ্বারা পরিবেষ্টিত।
জুহু जुहू | |
---|---|
শহরতলী | |
স্থানাঙ্ক: ১৯°০৬′ উত্তর ৭২°৫০′ পূর্ব / ১৯.১০° উত্তর ৭২.৮৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
জেলা | মুম্বাই উপনগর |
মহানগর | মুম্বাই |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠী |
সময় অঞ্চল | ভা,প্র,স (ইউটিসি+৬:৩০) |
জুহু-র পার্শ্ববর্তী উপনগরীর রেলের স্টেশনগুলোর মধ্যে আন্ধেরি স্টেশন সব কাছে অবস্থিত; এছাড়াও ভিলে পার্লে, ও খার স্টেশন জুহু-র নিকটেই অবস্থিত।
এখানে একটি হেলিকপ্টর বন্দর আছে যেখান থেকে নিকটতম বিভিন্ন শহরের জন্য পরিষেবা উপলব্ধ।
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে জুহু সংক্রান্ত মিডিয়া রয়েছে।