জুলিয়াস নেরিরি
জুলিয়াস কামব্যরেজ নেরিরি (১৩ই এপ্রিল ১৯২২ - ১৪ই অক্টোবর ১৯৯৯) একজন তাঞ্জনিয়ান ঔপনিবেশ-বিরোধী কর্মী ও রাজনীতিবিদ । তিনি ১৯৬১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে এবং ১৯৬৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে ট্যাংগানিকা কে শাসন করেন, যার পর তিনি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এর উত্তরাধিকারী রাষ্ট্রকে নেতৃত্ব দেন রাষ্ট্রপতি হিসেবে। তিনি তাঙ্গানিকা আফ্রিকান ন্যশনাল ইউনিয়ন পার্টি এর প্রতিষ্ঠাকালীন সদস্য, যে সংগঠনটি ১৯৭৭ সালে চামা চা মাপিন্দুজি পার্টি তে পরিণত হয়। তিনি ১৯৯০ সাল পর্যন্ত এই সংগঠনটিকে নেতৃত্ব দেন। মতাদর্শগতভাবে তিনি একজন আফ্রিকান জাতীয়তাবাদী ও সমাজতন্ত্রী ,যিনি উজামা নামক একপ্রকার রাজনৈতিক দর্শন প্রচার করেন।
জুলিয়াস নেরিরি | |
---|---|
![]() ১৯৬৫ সালে নেদারল্যান্ড সফরে নেরিরি | |
১ম তানজানিয়া রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২৯ অক্টোবর ১৯৬৪ – ৫ নভেম্বর ১৯৮৫ | |
উপরাষ্ট্রপতি | আবেদ আমানী করুমে আবদ জাম্বে আলী হাসান মওয়াইনী |
প্রধানমন্ত্রী | রশিদী কাওয়াওয়া এডওয়ার্ড সোকোইন ক্লিওপা মসুয়া এডওয়ার্ড সোকোইন সেলিম আহমেদ সেলিম |
পূর্বসূরী | দ্বিতীয় এলিজাবেথ যেমন টাঙ্গানিকার রানি আবেদ কারুমে যেমন জাঞ্জিবার ও পেম্বা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতি |
উত্তরসূরী | আলী হাসান মওয়াইনী |
সংযুক্ত প্রজাতন্ত্রের টাঙ্গানিকা এবং জাঞ্জিবারের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ২৬ এপ্রিল ১৯৬৪ – ২৯ অক্টোবর ১৯৬৪ | |
উপ রাষ্ট্রপতি | আবেদ কারুমে (প্রথম) রশিদী কাওয়াওয়া (দ্বিতীয়) |
টাঙ্গানিয়িকার রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ৯ ডিসেম্বর ১৯৬২ – ২৬ এপ্রিল ১৯৬৪ | |
প্রধানমন্ত্রী | রশিদী কাওয়াওয়া |
টাঙ্গানিকার প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১ মে ১৯৬১ – ২২ জানুয়ারী ১৯৬২ | |
সার্বভৌম শাসক | রাণী দ্বিতীয় এলিজাবেথ |
পূর্বসূরী | নিজেই (মুখ্যমন্ত্রী হিসাবে) |
উত্তরসূরী | রশিদী কাওয়াওয়া |
টাঙ্গানিয়িকার মুখ্যমন্ত্রী | |
কাজের মেয়াদ ২ সেপ্টেম্বর ১৯৬০ – ১ মে ১৯৬১ | |
সার্বভৌম শাসক | রাণী দ্বিতীয় এলিজাবেথ |
গভর্নর | স্যার রিচার্ড টার্নবুল |
পূর্বসূরী | অবস্থান প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | নিজেই (প্রধানমন্ত্রী হিসাবে) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কম্বারেগে নয়েৰেৰে ১৩ এপ্রিল ১৯২২ বুটিয়াম, টাঙ্গানিকা |
মৃত্যু | ১৪ অক্টোবর ১৯৯৯ লন্ডন, যুক্তরাজ্য | (বয়স ৭৭)
সমাধিস্থল | বুটিয়ামা, তাঞ্জানিয়া |
জাতীয়তা | তাঞ্জনিয়া |
রাজনৈতিক দল | কম (১৯৭৭–১৯৯৯) তানু (১৯৫৪–১৯৭৭) |
দাম্পত্য সঙ্গী | মারিয়া (বি. ১৯৫৩–১৯৯৯) |
সন্তান | ৮ |
বাসস্থান | বুটিয়ামা |
প্রাক্তন শিক্ষার্থী | দ্য মেকেরে বিশ্ববিদ্যালয়(দীপেশ) এডিনবার্গ বিশ্ববিদ্যালয় (মা) |
জীবিকা | শিক্ষক |
ধর্ম | ক্যাথলিক গির্জা |
পুরস্কার | লেনিন শান্তি পুরস্কার গান্ধী শান্তি পুরস্কার জলিওট-কিউরি পদক |
নেরিরি তাঙ্গানিকার ব্রিটিশ উপনিবেশ বুতিয়ামায় জন্মগ্রহণ করেন।তার পিতা একজন জানাকী প্রধান।