জুলিয়ানো আমাতো
ইতালীয় রাজনীতিবিদ
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুলাই ২০১৮) |
জুলিয়ানো আমাতো ওএমআরআই (ইতালীয় উচ্চারণ: [dʒuˈljaːno aˈmaːto]; জন্ম ১৩ই মে ১৯৩৮) ইতালীয় রাজনীতিবিদ। তিনি ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত দুইবার ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি ইউরোপীয় ইউনিয়নের সংবিধান প্রণয়নকারী সংস্থা কনভেনশন অন দ্য ফিউচার অব ইউরোপের সহ-সভাপতি ছিলেন এবং আমাতো গ্রুপের প্রধানের দায়িত্ব পালন করেন। তাকে প্রায়শই দত্তর সত্তিল (ডক্টর সাবটিলিস") নামে ডাকা হয়। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি রোমানো প্রোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জোর্জিও নাপোলিতানো তাকে ইতালির সাংবিধানিক আদালতের বিচারক পদে নিয়োগ দেন।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Ex-premier Amato appointed to Constitutional Court - ANSA English - ANSA.it"। আনসা (ইতালীয় ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |