জুবিয়ারাইন

স্পেনীয় ফুটবলার

হেসুস মারিয়া জুবিয়ারাইন আর্গিনিয়ানো (২২ সেপ্টেম্বর ১৯৪৫ – ১ জুন ১৯৯৩) একজন স্পেনীয় ফুটবল গোলরক্ষক ছিলেন।[১][২]

জুবিয়ারাইন
১৯৭১ সালে জুবিয়ারাইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেসুস মারিয়া জুবিয়ারাইন আর্গিনিয়ানো
জন্ম (১৯৪৫-০৯-২২)২২ সেপ্টেম্বর ১৯৪৫
জন্ম স্থান সান সেবাস্তিয়ান, স্পেন
মৃত্যু ১ জুন ১৯৯৩(1993-06-01) (বয়স ৪৭)
উচ্চতা ১.৮০ মি (৫ ফু ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৬–১৯৬৮ রিয়াল সোসিয়েদাদ
১৯৬৯–১৯৭৩ আতলেতিকো মাদ্রিদ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

জুবিয়ারাইন ১৯৬৬ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৭৩ সালের মধ্যে আতলেতিকো মাদ্রিদের ১৯৬৯–৭০ লা লিগা, ১৯৭২–৭৩ লা লিগা এবং ১৯৭১–৭২ কোপা দেল হেনেরালিসিমো জয়লাভ করেছিলেন।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Zubiarraín. worldfootball.net
  2. Jesús María Zubiarrain Arguiñano. Bdfutbol.com.