জুনুন
জুনুন (উর্দু: جنون অনু. উন্মত্ততা, ক্ষিপ্রতা) একটি পাকিস্তানি সুফি রক ব্যান্ড যেটি ১৯৯০ সালে গঠিত হয়।[১] ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। জুনুন পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড এবং কিউ ম্যাগাজিনের মতে জুনুন ‘পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড’। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা "দ্য নিউ ইয়র্ক টাইমস" জুনুনকে পাকিস্তানের ইউটু হিসেবে আখ্যায়িত করেছে।[২] ব্যান্ডটি এ পর্যন্ত সর্বমোট ১৯টি এ্যালবাম প্রকাশ করেছে, যার মধ্যে ৭টি স্টুডিও এ্যালবাম, ১টি সাউন্ডট্র্যাক, ২টি লাইভ অ্যালবাম, ৪টি ভিডিয়ো এ্যালবাম এবং ৫টি সংকলন।[৩] ব্যান্ডটি ১৯৯১ সালে বৃহৎ রেকর্ড কোম্পানি ইএমআই এর সাথে চুক্তিবদ্ধ হয় এবং ১৯৯১ সালেই ব্যান্ডের নামানুসারেই অ্যালবাম প্রকাশ করে।[৪] এর দু বছর পর ১৯৯৩ সালে তাঁরা দ্বিতীয় অ্যালবাম তালাশ বের করেন।
জুনুন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
ধরন | সূফী রক, সাইডেলিক রক, হার্ড রক, অল্টারনেটিভ রক |
কার্যকাল | ১৯৯০-বর্তমান |
লেবেল | ইএমআই রেকর্ডস, লিপস্ মিউজিক |
সদস্য | সালমান আহমাদ আলী আজমত ব্রেইন ও'কন্নেল |
প্রাক্তন সদস্য | নুসরাত হোসাইন |
ওয়েবসাইট | www.junoon.com |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।
- ↑ http://magnatune.com/artists/junoon
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৪।