জি রিশতে পুরস্কার

জি রিশতে পুরস্কার হচ্ছে জি টিভিতে প্রচারিত ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করা অভিনয়শিল্পীদের তার জনপ্রিয়তার পরিচয় ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে জি টিভি কর্তৃক উপস্থাপিত একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। ২০১০ সাল হতে, জি টিভিতে প্রচারিত জি রিশতে পুরস্কার ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক স্বীকৃতি প্রাপ্ত পুরস্কার অনুষ্ঠানগুলোর মধ্যে একটি।[১] এই অনুষ্ঠান আয়োজনের পূর্বে চ্যানেল কর্তৃক এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়। অনলাইন এবং এসএমএস প্রক্রিয়ায় ভোটদানের মাধ্যমে দর্শক এই পুরস্কারের বিজয়ীদের নির্বাচন করে থাকে।[২]

জি রিশতে পুরস্কার
জি রিশতে পুরস্কার লোগো.png
২০১৮ সালে জি রিশতে পুরস্কারের জন্য ব্যবহৃত লোগো
দেশভারত
পুরস্কারদাতাজি টিভি
প্রথম পুরস্কৃত২০০৭; ১৬ বছর আগে (2007)
ওয়েবসাইটwww.zeetv.com/zee-rishtey-awards-2014/

ইতিহাসসম্পাদনা

জি টিভিতে প্রচারিত অনুষ্ঠানগুলোর চরিত্রগুলোর অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ে প্রথম জি রিশতে পুরস্কার (যা উক্ত সময় জি রিশতোঁ কা উৎসব নামে নামাঙ্কিত ছিল) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুরস্কার অনুষ্ঠানটি সাধারণত বছরের শেষে অনুষ্ঠিত হয়। ২০১০ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণে, জি রিশতে পুরস্কার হিসেবে জি টিভিতে প্রচারিত হয়েছিল এবং এর পর থেকে এই পুরস্কারটি বার্ষিকভাবে প্রদান করা হয়।[৩][৪]

বিভাগসম্পাদনা

মূল পুরস্কারসম্পাদনা

  • জনপ্রিয় বৃদ্ধ
  • জনপ্রিয় ছোট্ট দুষ্টু সদস্য
  • জনপ্রিয় মাতা-পিতা
  • জনপ্রিয় শ্বশুর-শাশুড়ি
  • জনপ্রিয় শাশুড়ি-পুত্রবধূ
  • জনপ্রিয় শাশুড়ি-জামাতা
  • জনপ্রিয় ভাই
  • জনপ্রিয় বোন
  • জনপ্রিয় পুত্র
  • জনপ্রিয় কন্যা
  • জনপ্রিয় উপস্থাপক
  • জনপ্রিয় শিক্ষক-শিক্ষার্থী
  • জনপ্রিয় মজাদার সদস্য
  • জনপ্রিয় খলনায়ক
  • জনপ্রিয় সতীন
  • জনপ্রিয় ভাবী
  • জনপ্রিয় নবাগত সদস্য (পুরুষ)
  • জনপ্রিয় নবাগত সদস্য (মহিলা)
  • জনপ্রিয় নবাগত জুটি
  • জনপ্রিয় ধারাবাহিক (অ-কাল্পনিক)
  • জনপ্রিয় ধারাবাহিক (কাল্পনিক)
  • জনপ্রিয় পরিবার
  • জনপ্রিয় মুখ (পুরুষ)
  • জনপ্রিয় মুখ (মহিলা)
  • জনপ্রিয় জুটি

বিশেষ পুরস্কারসম্পাদনা

  • জি কি শান
  • জি অনমোল রত্ন পুরস্কার
  • জি অনমোল রিশতে পুরস্কার
  • জি বর্ষসেরা ব্যক্তিত্ব
  • জি কা রিশতা সাদা কে লিয়ে
  • জি কা সাবসে পেয়ারা রিশতা

বিজয়ীসম্পাদনা

জনপ্রিয় মুখ (পুরুষ) জনপ্রিয় মুখ (মহিলা)
জনপ্রিয় ধারাবাহিক জনপ্রিয় পরিবার
জনপ্রিয় জুটি

তথ্যসূত্রসম্পাদনা

  1. "এই সপ্তাহে জি টিভির রেটিং"ডিএনএ ইন্ডিয়া। ১৫ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  2. "জি টিভির ২০ বছরপূর্তি আয়োজন সমৃদ্ধ জি রিশতে পুরস্কার"ইন্ডিয়া টাইমস। ২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  3. শ্রীবাস্তব, প্রিয়াঙ্কা (১ ডিসেম্বর ২০১৪)। "মুম্বইয়ে অনুষ্ঠিত জি রিশতে পুরস্কারে তারকার মেলা"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  4. আমির, এসএম (২৯ নভেম্বর ২০১৩)। "২০১৩ জি রিশতে পুরস্কার"দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:এসসেল গ্রুপ