জিল ভিসেন্তে ফুটবল ক্লাব
জিল ভিসেন্তে ফুতেবল ক্লুবে (পর্তুগিজ উচ্চারণ: [ˈʒiɫ viˈsẽt(ɨ)], ইংরেজি: Gil Vicente FC; এছাড়াও জিল ভিসেন্তে এফসি অথবা শুধুমাত্র জিল ভিসেন্তে নামে পরিচিত) হচ্ছে বার্সেলোস ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। জিল ভিসেন্তে তাদের সকল হোম ম্যাচ বার্সেলোসের এস্তাদিও সিদাদে দে বার্সেলোসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,৫০৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিতোর অলিভেইরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস্কো দিয়াস দা সিলভা। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় রুবেন ফের্নান্দেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
পূর্ণ নাম | জিল ভিসেন্তে ফুতেবল ক্লুবে | ||
---|---|---|---|
ডাকনাম | জিলিস্তাস গালোস | ||
প্রতিষ্ঠিত | ১৯২৪ | ||
মাঠ | এস্তাদিও সিদাদে দে বার্সেলোস[১] | ||
ধারণক্ষমতা | ১২,৫০৪ | ||
সভাপতি | ফ্রান্সিস্কো দিয়াস দা সিলভা | ||
ম্যানেজার | ভিতোর অলিভেইরা | ||
লিগ | প্রিমেইরা লিগা | ||
২০১৯–২০ | ১০ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ঘরোয়া ফুটবলে, জিল ভিসেন্তে এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা।
অর্জন
সম্পাদনা- রানার-আপ (১): ২০১১–১২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "জিল ভিসেন্তে এফসি: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)