জিরাট
জিরাট ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি শহর। এটি হুগলি নদীর পশ্চিমে অবস্থিত। জিরাট থেকে কলকাতার দূরত্ব ৭১ কিলোমিটার (৪৪.১ মাইল)। এখান থেকে কলকাতায় যাওয়ার জন্য ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। জিরাট বলাগড় ব্লকের সদর দপ্তর, বলাগড়ে বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, বলাগড় বিডিও অফিস এবং জিরাট গ্রামীণ হাসপাতাল অবস্থিত।
জিরাট Jirat | |
---|---|
শহর | |
Location in West Bengal, India | |
স্থানাঙ্ক: ২৩°৫′৫৪″ উত্তর ৮৮°২৭′৪২″ পূর্ব / ২৩.০৯৮৩৩° উত্তর ৮৮.৪৬১৬৭° পূর্ব | |
Country | India |
State | West Bengal |
District | Hooghly |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৪৩০ |
ভাষা | |
• সরকারি | • বাংলা, English |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | ৭১২ ৫০১ |
Telephone code | + ৯১ ৩২১৩ |
যানবাহন নিবন্ধন | • WB 16, WB 18 and WB 15 (only for commercial use) |
Sex ratio | ৩,৬০৬ (৪৯%) ♀/৩,৮২৪ (৫১%) ♂ |
Literacy | ৭৯.০১% |
Lok Sabha Constituency | হুগলি |
Vidhan Sabha Constituency | বলাগড় |
স্যার আশুতোষ মুখার্জীর পৈতৃক বাড়ি জিরাটে। পঞ্চানন কর্মকার (মৃত্যু ১৮০৪ খ্রিষ্টাব্দে) একজন ভারতীয় বাঙালি শিল্পী। তিনি বাংলা অক্ষরের টাইপফেস আবিষ্কার করেন। ১৭৮০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সরলীকৃত সংস্করণ চালু করার সময় তার কাঠের বাংলা বর্ণমালা ও টাইপফেস ব্যবহার করা হতো। বাংলা ছাড়াও কর্মকার আরবি, ফার্সি, মারাঠি, তেলুগু, বার্মিজ এবং চীনা সহ ১৪টি ভাষার প্রকারের টাইপ করেছে। তার পূর্বসূরিরা প্রথমে জিরাটে বসবাস করতেন, তারপর ১৭৭৮ সালে তারা ত্রিবেণীতে গিয়ে বসবাস শুরু করেন। এছাড়া সনেট লেখক দেবেন্দ্রনাথ সেন, কবি ও সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অভিনেতা অনিল চট্টোপাধ্যায় জিরাটে জন্মগ্রহণ করেন৷ এখানে দুর্গাপূজা ছাড়াও,কালী পূজা,জগদ্ধাত্রী পূজা,সরস্বতী পূজা, পঞ্চমদোল, রথযাত্রা অনুষ্ঠিত হয়।
ভৌগোলিক দিক
সম্পাদনাজিরাট বলাগড় ব্লকের প্রধান প্রসাশনিক কেন্দ্র।পূর্ব রেলের হাওড়া ডিভিশনে হাওড়া-কাটোয়া মেন লাইনে জিরাট স্টেশন অবস্থিত। জিরাটের পূর্বে রয়েছে হুগলি নদী। উত্তরে বলাগড়-শ্রীপুর গ্রাম। দক্ষিণে রুকেশপুর,বানেশ্বরপুর, সিজা,কামালপুর গ্রাম। পশ্চিমে একতারপুর গ্রাম পঞ্চায়েত।
জনসংখ্যা
সম্পাদনাভারতের ২০১১সালের আদমশুমারি অনুুযায়ী জিরাটের মোট জনসংখ্যার ছিল ৭,৪৩০। এরমধ্যে ৩,৮২৪ (৫১%) ছিল পুরুষ এবং ৩,৬০৬ (৪৯%) ছিল নারী। [১]
পরিবহন
সম্পাদনাজিরাট রেলওয়ে স্টেশন ব্যান্ডেল-কাটোয়া শাখার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। হাইওয়ে ৬ (পশ্চিমবঙ্গ) জিরটের সাথে সংযুক্ত। নিকটস্থ বিমানবন্দর হল নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর যা ৫৮ কিলোমিটার দূরে জিরট থেকে। কলকাতা থেকে জিরটে আসতে সড়কপথে ১ ঘণ্টা, ২৫ মিনিট সময় লাগে। কলকাতা এবং জিরটের মধ্যে আনুমানিক ড্রাইভিং দূরত্ব হল ৭১ কিমি বা ৪৪.১ মাইল অথবা ৩৮.৩ নটিক্যাল মাইল। জিরাট চুচুড়া থেকে বাস-এ (বাস রুট ৮) এর মাধ্যমেও সংযুক্ত।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় যশস্বী চিকিৎসক ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পিতা।
- স্যার আশুতোষ মুখোপাধ্যায় (শিক্ষাবিদ)
- পঞ্চানন কর্মকার (প্রথম বাংলা হরফ প্রবর্তক)
- চারুচন্দ্র ব্যানার্জি (কবি ও সাহিত্যিক)
- অনিল চ্যাটার্জী (শিল্পী)
- শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায় (ভারতীয় রাজনীতিবিদ)
- দেবেন্দ্রনাথ সেন (সনেট রচয়িতা)
মন্দির
সম্পাদনা- শ্রীশ্রী রাধাগোপীনাথ জিউ মন্দির
- শ্রীশ্রী মৃন্ময়ী কালীমাতা মন্দির
- শ্রীশ্রী পাষানময়ী কালীমাতা মন্দির
- জোড়াশিব মন্দির মন্দির
- বলয়োপ পীঠ সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির
- বলয়োপ পীঠ মহাকাল ভৈরব মন্দির
- বুড়ো শিবমন্দির
- শ্রীশ্রী সর্বমঙ্গল্লা কালীমাতা মন্দির
- ধর্মরাজ মন্দির
- হনুমান বালাজি মন্দির
স্বাস্থ্য
সম্পাদনাজিরাট গ্রামীণ হাসপাতাল, আহম্মদপুর/জিরাট সাব-হেল্থ কেয়ার সেন্টার জিরাটে অবস্থিত রয়েছে। এছাড়া লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতাল, আস্থা নার্সিং হোম,পাঁচপাড়া সাব-হেল্থ সেন্টার, এনভিশন আই ফাউন্ডেশন নামে একটি বেসরকারী চক্ষু হাসপাতাল জিরাটে অবস্থিত।
শিক্ষা
সম্পাদনা- বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়
- জিরাট কলোনী উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল)
- হলি চাইল্ড একাডেমি(বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল)
- শিশুশিক্ষা নিকেতন (প্রাইভেট স্কুল)
- পাটুলি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় (সরকারি প্রাথমিক বিদ্যালয়)
- কবুড়া পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
- লিটল্ এঞ্জেলেস্ একাডেমী (বেসরকারী ইংরেজি মাধ্যম নার্সারি স্কুল)
- আশুতোষ স্মৃতিমন্দির বালিকা উচ্চ বিদ্যালয় (সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬।