দেবেন্দ্রনাথ সেন

বাঙালি কবি

দেবেন্দ্রনাথ সেন ( ১৮৫৮ - ২১ নভেম্বর ১৯২০) একজন বাঙালি কবি। [][]তিনি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজীপুরে জন্মগ্রহণ করেন৷ তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার বলাগড় গ্রাম৷[] রবীন্দ্রনাথের সমসাময়িক কবিদের মধ্যে ইনি অগ্রগণ্য। দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতার ভক্ত ছিলেন । এর কবিতায় ঘরোয়া ভাব এবং স্নেহ, প্রেম এবং ভক্তির সরল প্রকাশ লক্ষ্য করা যায় । []

দেবেন্দ্রনাথ সেন
জন্ম১৮৫৮
মৃত্যু২১ নভেম্বর ১৯২০(1920-11-21) (বয়স ৬১–৬২)
পরিচিতির কারণকবি

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

দেবেন্দ্রনাথ সেনের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা উত্তরপ্রদেশের গাজিপুরে। পিতা লক্ষ্মীনারায়ণ সেন। ১৮৮৬ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন। ১৮৯৩ খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন। [] ভারতী পত্রিকার প্রথম যুগে দেবেন্দ্রনাথের কবিতা নিয়মিত ভাবে বের হত । ১২২৭ বঙ্গাব্দে এঁর ঊর্মিলা কাব্য, ফুলবালা এবং নির্ঝরিণী প্রকাশিত হয় । []

কর্মজীবন

সম্পাদনা

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশের পর দেবেন্দ্রনাথ এলাহাবাদ কোর্টে ওকালতি করতে থাকেন এবং এর পাশাপাশি সাহিত্যকর্মে ব্রতী হন। তিনি শ্রীকৃষ্ণ মিশন নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে তার মুখপত্র হিসাবে শ্রীকৃষ্ণ রিভিউ প্রকাশ করেন। ১৯০০ খ্রিস্টাব্দে কলকাতায় শ্রীকৃষ্ণ পাঠশালা নামে একটি বিদ্যালয় স্থাপন করেন। পরে বিদ্যালয়টি কমলা হাই স্কুল ও পরে কালিদাস পাল বিদ্যামন্দির নামে পরিচিত হয়।[]

সাহিত্যকর্ম

সম্পাদনা

দেবেন্দ্রনাথ সেনের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা একুশ। তাঁর কাব্য গ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অশোকগুচ্ছ (১৯০০), গোলাপগুচ্ছ (১৯১২), শেফালিগুচ্ছ (১৯১২) এবং পারিজাতগুচ্ছ (১৯১২) ।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংসদ বাঙালী চরিতাভিধান, সুবোধ চন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলিকাতা, প্রথম প্রকাশ ১৯৬০, পৃ. ২১৭
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৩০৫, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ১০২। আইএসবিএন 978-81-7955-007-9 
  4. সংসদ বাঙালী চরিতাভিধান, সুবোধ চন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সাহিত্য সংসদ, কলিকাতা, প্রথম প্রকাশ ১৯৬০, পৃ. ২১৭
  5. বাঙ্গালা সাহিত্যের কথা - সুকুমার সেন - সপ্তম সংস্করণ পৃষ্ঠা: ২৫০

বহি:সংযোগ

সম্পাদনা