জিনাতুন নেসা তালুকদার
জিনাতুন নেসা তালুকদার (জন্ম: ৯ জুলাই ১৯৪৭) বাংলাদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী।[১][২]
অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার | |
---|---|
প্রাথমিক ও গণ শিক্ষা উপমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৭ – ১৫ জুলাই ২০০১ | |
সংরক্ষিত মহিলা ৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ জুলাই ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১ | |
সংরক্ষিত মহিলা ১১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৫ জানুয়ারী ২০০৯ – ২৪ জানুয়ারী ২০১৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৯ জুলাই ১৯৪৭ রাজশাহী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | সরকারি পি এন উচ্চ বালিকা বিদ্যালয় |
প্রাথমিক জীবনসম্পাদনা
জিনাতুন নেসা তালুকদার ৯ জুলাই ১৯৪৭ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী পারভেজ আলী মিয়া৷ তিনি ১৯৬৩ সালে রাজশাহীর সরকারি পি এন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হন৷[১]
রাজনৈতিক জীবনসম্পাদনা
জিনাতুন নেসা তালুকদার কলেজ জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন৷ তিনি মুক্তিযোদ্ধা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৭ সালে তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।[১]
সপ্তম জাতীয় সংসদদের মহিলা আসন ৬ থেকে তিনি মনোনীত সংসদ সদস্য ও প্রাথমিক ও গণ শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] তিনি নবম জাতীয় সংসদদের মহিলা আসন ১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ সম্পাদনা: সঞ্জীব বর্মন, প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (২ এপ্রিল ২০১১)। "দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা"। ডয়চে ভেলে বাংলা। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-২৭।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।