জামে মসজিদ, রামগড়

দক্ষিণ গর্জনতলী বাইতুল মোকাদ্দাস জামে মসজিদ রামগড়

রামগড় জামে মসজিদ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার চিত্রপুর শহরে অবস্থিত একটি মসজিদ । এটি মুঘল শাসকদের ষোড়শ শতাব্দীর শেষদিকে নির্মিত রাজ্যের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদের স্থাপত্যটি অনন্য এবং মোগল স্থাপত্যে নির্মিত। মসজিদে প্রতিদিন নামাজ জামায়াত অনুষ্ঠিত হয়। [১]

জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
অবস্থান
অবস্থানরামগড় জেলা, ভারত
রাজ্যঝাড়খণ্ড
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামী,,
সম্পূর্ণ হয়১৬ শতাব্দী
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jama Masjid"। Jharkhand Government। ২০১৬-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।