জামিয়া ইসলামিয়া ফয়েজ-এ-আম
জামিয়া ইসলামিয়া ফয়েজ-ই-আম (আরবি: جامعہ اسلامیہ فيض عام হিন্দি: जामिया इस्लामिया फैज़-ए-आम) ভারতের উত্তর প্রদেশের মৌ শহরে অবস্থিত একটি মাদ্রাসা।[১] মৌয়ের মুসলমানদের ধর্মীয় জ্ঞান প্রদানের উদ্দেশ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এটির শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য এসেছে এবং বর্তমানে সমসাময়িক শিক্ষার জন্য আরও অনেক স্কুল-কলেজ রয়েছে যেমন মুসলিম ইন্টার কলেজ,মৌ (ছেলেদের জন্য), ফয়েজ-ই -আম নিসওয়ান, মৌ (মেয়েদের জন্য)।[২] মৌ বহু শতাব্দী ধরে ইসলামি শিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত এবং এই ইনস্টিটিউটটিও একই খ্যাতি বহন করছে। মাদ্রাসাটি সেলিম আনসারী, ফিজা ইবনে-ই-ফাইজি ইত্যাদির মতো অনেক বড় বড় আলেম, কবি এবং নেতা তৈরি করেছে।[৩]
ধরন | ইসলামি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯০২ |
আচার্য | মজলিস-এ-শূরা |
উপাচার্য | মৌলভী শফি আহমেদ |
অবস্থান | মৌ , , |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
শিক্ষায়তনিক
সম্পাদনাপ্রতিষ্ঠানে ইসলামি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি আরবি ভাষা ও সাহিত্য এবং আধুনিক শিক্ষা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধীনে জামিয়ার তিনটি প্রধান শাখা রয়েছে, যথা
- ফয়েজ-ই আম মাদ্রাসা
- ফয়েজ-ই- আম নিসোয়ান মাদ্রাসা এবং
- ফয়েজ-ই-আম গার্লস স্কুল এবং
আরও দুটি উপ শাখা রয়েছে।[৪]
ইতিহাস
সম্পাদনা১৯০২ সালে কিছু বিশিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টায় জামিয়া ইসলামিয়া ফয়েজ-এ-আম প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামি পণ্ডিত হাজ আবদুল্লাহ গাজীপুরী এটির উদ্বোধন করেন।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AL JAMEATUL ISLAMIA FAIZ-E-AAM-contact"। jamiaislamiafaizeaam.com। ২০ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ "Details Of Al Jamiatul Islamia Faizeaam — An NGO In Mau, Uttar Pradesh"। India Mapped। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
- ↑ "Al Jamiatul Islamia Faizeaam, Mau, Uttar Pradesh"। U.P. Madarsa Education Board। ১১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৫।
- ↑ ক খ "AL JAMEA ISLAMIA FAIZ-E-AAM : A Brief History and Introduction"। jamiaislamiafaizeaam.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩।