জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

জামালপুর জেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের জামালপুর জেলার একটি প্রাচীন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়।[১]

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মেডিকেল রোড

, ,
২০০০[২]
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৮৮২; ১৪১ বছর আগে (1882)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ
বিদ্যালয় জেলাজামালপুর জেলা
ইআইআইএন১০৯৮৬৯
প্রধান শিক্ষকমোঃ আব্দুল মান্নান
শিক্ষকমণ্ডলী৫৩ জন[৩]
প্রাথমিক পড়ানোর বছর৩য়-৫ম শ্রেণী
মাধ্যমিক পড়ানোর বছর৬ষ্ঠ-১০ম শ্রেণী
লিঙ্গবালিকা
শিক্ষার্থী সংখ্যা৭৬৬[৪]
শ্রেণী৩য়-১০ম শ্রেণী
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ১৯টি[২]
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন১.৮৭ একর (৭,৬০০ মি)[২]
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.jamalpurgghs.edu.bd

শিক্ষক-শিক্ষিকা সম্পাদনা

বিদ্যালয় ০২ শিফটের জন্য ০১ জন প্রধান শিক্ষক, ০২ জন সহকারী প্রধান শিক্ষক, ৩৭ জন সিনিয়র শিক্ষক-শিক্ষিকা ও ১১ জন‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।[৩]

ছাত্রী সংখ্যা সম্পাদনা

বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা ৭৬৬ জন।[৪]

ধর্ম ভিত্তিক সম্পাদনা

বিদ্যালয়ে ইসলাম ও সনাতন ধর্মের ছাত্রী রয়েছে।[৪]

  • ইসলাম ধর্মের ৭২৩ জন
  • সনাতন ধর্মের ৪৩ জন

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১.৭৮ একর। এই জমির উপরে মোট ভবনের সংখ্যা ০৩টি। মোট শ্রেণীকক্ষের সংখ্যা ১৯টি। আইসিটি ল্যাব ০১টি, বিদ্যানগর ০৩টি, মাল্টিমিডিয়া শ্রেণীর কক্ষ ০২টি।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. জাহাঙ্গীর আলম, জামালপুর (২০২৩-০৮-১৫)। "জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ছ ব্যানার ছাড়াই শোক দিবসের অনুষ্ঠান, শোকজের নির্দেশ ডিসির"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  2. "এক নজরে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  3. "কর্মরত শিক্ষক-শিক্ষিকা"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭ 
  4. "অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট-জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৭