জাফর আহমেদ

বাংলাদেশী বিচারক

জাফর আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।[১]

মো. মজিবুর রহমান মিয়া
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-01-04) ৪ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

আহমেদ ১৯৭০ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন [২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।[২] তিনি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় আইন ডিগ্রি সম্পন্ন করেন।[২] তিনি বিপিপি বিশ্ববিদ্যালয়ে বার ভোকেশনাল কোর্স করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

১৯৯৪ সালে আহমেদ জেলা আদালতে আইনজীবী হন।[২] পরের বছর ১৯৯৫ সালে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হন।[২]

আহমেদ ১৪ জুন ২০১২ তারিখে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন।[২] [৩]

১২ জুন ২০১৪ সালে আহমেদকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি করা হয়।[৪]

২০১৫ সালের জুনে, আহমেদ ও বিচারপতি মোহাম্মদ নূরুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অনুমতি দেন।[৫] সেপ্টেম্বরে, আহমেদ এবং বিচারপতি মো. আশফাকুল ইসলাম ঋণ খেলাপির কারণে কথিতভাবে অবৈধ ঘোষণা করার আবেদনের পরিপ্রেক্ষিতে আ. স. ম. ফিরোজ সংসদ সদস্যপদকে বৈধ ঘোষণা করেন।[৬]

২০১৭ সালের অক্টোবরে, আহমেদ এবং বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ২০১৫ থেকে একটি ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কার্যক্রম বন্ধ করে দেন।[৭] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্য চার রাজনীতিবিদ আমানুল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন এবং রফিকুল আলম মজনুকেও জামিন দিয়েছেন বেঞ্চ।[৮]

আহমেদ এবং বিচারপতি মোঃ রেজাউল হক ১৯ নভেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসকে ১৪ নভেম্বর দায়ের করা নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ কর্মীদের উপর সহিংসতা ও হামলার তিনটি মামলায় আগাম জামিন মঞ্জুর করেন।[৯]

২০১৯ সালের জানুয়ারিতে, আহমেদ এবং বিচারপতি রেজাউল হক একটি টেলিভিশন টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তার মন্তব্যের জন্য দায়ের করা ১১টি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন দেন।[১০]

২০২২ সালের মার্চ মাসে আহমেদ এবং বিচারপতি কাজী জিনাত হক প্রশ্ন করেন যে জেড আই খান পান্না র আবেদনের পর হিট অ্যান্ড রান মামলায় সন্দেহভাজন ব্যক্তির নাম নথিভুক্ত না করার জন্য বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।[১১] আসামি হাইকোর্ট বিভাগের বিচারপতির ছেলে।[১১]

আহমেদ এবং বিচারপতি মো. আখতারুজ্জামান ৪ আগস্ট ২০২২ তারিখে প্রফেসর সামিয়া রহমানকে চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি আদেশ বাতিল করেন।[১২] ১৮ অক্টোবর, আহমেদ ও বিচারপতি মোঃ আখতারুজ্জামান বাংলাদেশ সরকারকে ব্যাখ্যা করতে বলেন যে , মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পুনর্গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এর আগের বোর্ড অফ ট্রাস্টি সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সরকারি পদক্ষেপের বিরুদ্ধে আপিল করেছে।[১৩] উত্তর ঢাকার মেয়র ও আওয়ামী লীগের রাজনীতিবিদ আতিকুল ইসলামকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান করেছে সরকার।[১৩] আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান গত নভেম্বরে আরেক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।[১৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chief justice forms 9 more HC benches for virtually disposing of 'very urgent cases'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২২। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  2. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  3. "Justice Manik tasked with criminal cases"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  4. "5 addl HC judges sworn in"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  5. "Niko trial gets go-ahead"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  6. "JS membership of ASM Feroz legal: HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  7. "Trial proceedings of Fakhrul in vandalism case stayed"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  8. Report, Star Online (২০১৭-১০-১৮)। "4 BNP leaders get anticipatory bails"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  9. "Nayapaltan Clash: Mirza Abbas, wife secure HC bail"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  10. "Mainul gets interim bail from HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-১৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  11. "Sergeant's father hit by car: HC issues rule over inaction against OC for FIR manipulation"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  12. "HC quashes DU order demoting Samia Rahman for plagiarism"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  13. "Why Manarat's trustee board reform not illegal: HC to govt"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ 
  14. "JU decision to suspend 2 female students for assaulting a male student illegal: HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১০