কাজী জিনাত হক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি

কাজী জিনাত হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন নারী বিচারপতি। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের নবম নারী বিচারপতি। [১]

কাজী জিনাত হক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশ
জীবিকাবিচারক

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

কাজী জিনাত হক ১৯৭৪ সালের ১৪ অক্টোবর বিচারপতি কাজী এবাদুল হক ও ড. শরিফা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন।[২] জিনাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

জিনাত হক ১৯৯৭ সালের ৬ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।[৩]

২০০০ সালের ১৮ জুন, জিনাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন আইনজীবী হিসাবে কাজ শুরু করেন।[৩]

জিনাত ২০ ডিসেম্বর ২০১৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার আইনী অনুশীলন শুরু করেন।[৩]

২১ অক্টোবর ২০১৯ সালে, জিনাত হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন।[৩]

১০ জানুয়ারী ২০২১ সালে, জিনাত হক ও বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন না মর্মে নির্দেশনা দিয়ে হাইকোর্ট থেকে রায় প্রকাশ করেন।[৪][৫]

জিনাত হক ১৯ অক্টোবর ২০২১ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পান।[৬] তিনি ২০২১ সালের নভেম্বরে যৌন হয়রানি তদন্তের জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত কমিটির সদস্য ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. BanglaNews24.com (২০২১-১০-১৯)। "Nine HC judges take oath"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১ 
  2. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২২-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১ 
  3. "Home : Supreme Court of Bangladesh"www.supremecourt.gov.bd। ২০২২-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১ 
  4. Report, Star Online (২০২১-০১-১০)। "Women cannot become Muslim marriage registrars: HC"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১ 
  5. "নারীরা কাজী হতে পারবেন না: হাইকোর্ট"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৯ 
  6. "Nine new High Court judges take oath"Dhaka Tribune। ২০২১-১০-১৯। সংগ্রহের তারিখ ২০২১-১২-২১