জাতীয় সড়ক ৬ (ভারত)
জাতীয় সড়ক ৬ ( এনএইচ ৬), ভারতের একটি উত্তর-দক্ষিণ জাতীয় সড়ক, যা জোরাবাত থেকে শুরু হয়ে জোখওঠারয় শেষ হয়, মহাসড়কটি মেঘালয়, আসাম ও মিজোরাম রাজ্যগুলির মধ্য দিয়ে যায়।[১] এনএইচ -৬ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (মোআরটিএইচ) দ্বারা। এই জাতীয় সড়ক দ্বারা ভারতের সঙ্গে মায়ানমাররে বাণিজ্য পরিচালিত হয়।[২]
জাতীয় সড়ক ৬ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
এএইচ১এএইচ২-এর অংশ | ||||
দৈর্ঘ্য | ৬৬৭ কিমি (৪১৪ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | জোরাবাত | |||
দক্ষিণ প্রান্ত: | জোখওঠার ভারত / মিয়ানমার সীমান্ত | |||
অবস্থান | ||||
রাজ্য | মেঘালয়, আসাম, মিজোরাম | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
সড়কের বিবরণ
সম্পাদনাজাতীয় সড়ক ৬ ভারতের সাতটি রাজ্যকে উত্তর- দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে।
মেঘালয়
সম্পাদনাসড়কটি মেঘালয় রাজ্যের রী ভোঈ জেলা জোরাবাত থেকে শুরু হয়। এর পর সড়কটি রাজ্যের মোট ৪ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - রি-ভোই, পূর্ব খাসি পাহাড় জেলা, পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা ও পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা। জাতীয় সড়ক ৬ মেঘালয় রাজ্য অতিক্রম করে আসাম রাজ্যে প্রবেশ করে। এই জাতীয় সড়কটি মেঘালয় রাজ্যের বেশ কিছু শহরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে, এই শহরগুলি হল- জোরাবাত, শিলং, জাওয়াই।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "State-wise length of National Highways (NH) in India"। Ministry of Road Transport and Highways। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (পিডিএফ)। The Gazette of India। ৪ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
- ↑ "Details-of-National-Highways-as-on-31.03.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।