জাতীয় সড়ক ২২৯ (ভারত, পুরাতন সংখ্যায়ন)

২২৯ নং জাতীয় সড়ক (ইংরেজি: National Highway 229, সংক্ষেপে: NH 229) হল অরুণাচল প্রদেশএর একটি জাতীয় সড়ক। এই জাতীয় সড়কটি রাজ্যের পশ্চিমে অবস্থিত টাবাঙ শহরে আরম্ভ হয়েছে। তারপর থেকে এই পথটি পাছিঘাট গিয়ে শেষ হয়েছে। এর মোট দৈর্ঘ্য হল ১০৯০ কি.মি.। এই পথটি কেবল অরুণাচল প্রদেশএই বিস্তৃত হয়ে আছে।[১]

জাতীয় সড়ক ২২৯ shield}}
জাতীয় সড়ক ২২৯
পথের তথ্য
দৈর্ঘ্য১,০৯০ কিমি (৬৮০ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:টাওয়াঙ, অরুণাচল প্রদেশ
পর্যন্ত:পাছিঘাট, অরুণাচল প্রদেশ
অবস্থান
রাজ্যঅরুণাচল প্রদেশ: ১০৯০ কিঃমিঃ
প্রাথমিক
গন্তব্যস্থল
টাবাঙ - বোমডিলা - ছেপ্পা - জিরো - দাপোরিজো - আলঙ - পাছিঘাট
মহাসড়ক ব্যবস্থা

সংযোগ স্থাপন করা স্থানসমূহ

সম্পাদনা

তথ্য সংগ্রহ

সম্পাদনা
  1. NATIONAL HIGHWAYS AND THEIR LENGTH, Ministry of Road Transport and Highways (India), ১৪ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১১