জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট

বাংলাদেশের একটি হাসপাতাল

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হলো বাংলাদেশের একটি বিশেষায়িত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কান, নাক এবং গলার (Otorhinolaryngology) রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটি ঢাকার তেজগাঁও-এ অবস্থিত।[১] ১৯৯৯ সালে এই ইনস্টিটিউটটির নির্মাণকাজ শুরু হয়। এরপর ১৯ জুন, ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের নতুন ১২ তলা ভবনের কাজ উদ্বোধন করেন।[২][৩]

জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট
মানচিত্র
ভৌগোলিক অবস্থান
অবস্থানতেজগাঁও,ঢাকা, বাংলাদেশ
ইতিহাস
চালু২০১৩
সংযোগ
ওয়েবসাইটnationalinstituteofent.webs.com

ইতিহাস সম্পাদনা

২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত ইনস্টিটিউটটি পুরোপুরি কার্যকর হলে একটি আন্তর্জাতিক মানের অডিও-ভেস্টিবুলার ল্যাব, স্লিপ ল্যাব এবং ভয়েস স্টাডি ল্যাববিশিষ্ট হাসপাতালে পরিণত হবে। এটি ENT রোগের পেশাদারী প্রশিক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করবে। হাসপাতালের বর্তমান পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুহাম্মদ আবদুল্লাহ।[২][৩]

বিবরণ সম্পাদনা

এই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য চার ধরনের শয্যা রয়েছে। অপারেশন চার্জ এখানে মাত্র ২০০০ টাকা। এসি কেবিনঃ ১১২৫ টাকা/দিন, অপারেশন চার্জসহ ১০ দিনের ফিস মোট ১৩,২৫০ টাকা। নন-এসি কেবিনঃ ৫২৫ টাকা/দিন, অপারেশন চার্জসহ ১০ দিনের ফিস মোট ৭২৫০ টাকা। সাধারণ শয্যাঃ ২৭৫টাকা/দিন, অপারেশন চার্জ সহ ১০ দিনের ফিস মোট ৩৭৫০ টাকা, বিনামূল্যের শয্যাঃ এটি বিনামূল্যে দেওয়া হয়[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy"। ২০১৩-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-৩০ 
  2. "রোগী কম, চিকিৎসাসুবিধা পর্যাপ্ত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 
  3. "নামমাত্র খরচে নাক-কান-গলার চিকিৎসা"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৭ 

বহিঃসংযোগ সম্পাদনা