জাতীয় চিকিৎসক দিবস
জাতীয় চিকিৎসক দিবস চিকিৎসা, সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র-তে দিবসটি পরিচিতি পায় ৩০ মার্চ ১৯৩৩ সালে। সেই অনুষ্ঠানেই প্রথম দিবসের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়।
মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) ৩০ অক্টোবর ১৯৯০ সালে ৩০ মার্চকে জাতীয় চিকিৎসক দিবস পালনের জন্য আইন পাশ করেন।[১] ভারতে এই দিনটি ১ জুলাই তারিখে কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের (১ জুলাই, ১৮৮২ – ১ জুলাই, ১৯৬২)[২] সম্মানার্থে পালন করা হয়।[৩] কিউবা তে ৩রা ডিসেম্বরে ও ইরানে ২৩এ অগাস্ট[৪][৫] এই দিনটি পালন করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Kantho, Kaler। "বিশ্ব চিকিৎসক দিবস কাল | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Kalra, Dr. R. N. (৩ জুলাই ২০১১)। "A doctor par excellence"। The Hindu (ইংরেজি ভাষায়)।
- ↑ "National Doctors' Day: Here's what you should know about Dr BC Roy"। Firstpost। ১ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "Iran commemorates Natˈl Doctors Day on Avicenna's birth anniv."। Islamic Republic News Agency - IRNA। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- ↑ "Iran marks National Doctors Day to commemorate Avicenna"। Mehr News Agency (MNA) (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।