জাগীর ইউনিয়ন
মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন
জাগীর বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত মানিকগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন।
জাগীর | |
---|---|
ইউনিয়ন | |
জাগীর ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মানিকগঞ্জ জেলা |
উপজেলা | মানিকগঞ্জ সদর উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ৩৮,৩৭৩ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আয়তন
সম্পাদনাপ্রশাসনিক কাঠামো
সম্পাদনাজাগীর ইউনিয়ন মানিকগঞ্জ সদর উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মানিকগঞ্জ সদর উপজেলার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জাগীর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৮,৩৭৩ জন।[১]
শিক্ষা
সম্পাদনাযোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে প্রায় ৪.০০ কিলোমিটার পূর্ব দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী ব্রীজের পূর্ব পাশের দক্ষিণ দিকে জাগীর ইউনিয়ন পরিষদ অবস্থিত। রিক্সা অথবা গাড়ীতে অতি সহজেই জাগীর ইউনিয়নে যাতায়াত করা যায়।[২]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: জনাব মোঃ জাকির হোসেন[৩]
- চেয়ারম্যানগণের তালিকা[৪]
ক্রমিক নং | নাম | পদবী | সময়কাল |
---|---|---|---|
০১ | মফিজ উদ্দিন.আহম্মদ | ইউপি চেয়ারম্যান | ১৯৭১-১৯৭৪ |
০২ | মো: রফিক উদ্দিন আহম্মদ | ইউপি চেয়ারম্যান | ১৯৭৪-১৯৭৭ |
০৩ | মো: আজমত আলী | ইউপি চেয়ারম্যান | ১৯৭৭-১৯৮৩ |
০৪ | সামসুর রহমান | ইউপি চেয়ারম্যান | ১৯৮৩-১৯৮৮ |
০৫ | সি.এম খালেক | ইউপি চেয়ারম্যান | ১৯৮৮-১৯৯২ |
০৬ | মো: সামসুর রহমান | ইউপি চেয়ারম্যান | ১৯৯২-১৯৯৮ |
০৭ | মো: বসির উদ্দিন | ইউপি চেয়ারম্যান | ১৯৯৮-২০০৩ |
০৮ | মো: সামসুল আলম খান | ইউপি চেয়ারম্যান | ২০০৩-২০১১ |
০৯ | মো: জাকির হোসেন | ইউপি চেয়ারম্যান | ২০০১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জনসংখ্যা - জাগীর ইউনিয়ন"। jagirup.manikganj.gov.bd। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ "যোগাযোগ ব্যবস্থা - জাগীর ইউনিয়ন"। jagirup.manikganj.gov.bd। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ "ইউপি চেয়ারম্যান - জাগীর ইউনিয়ন"। jagirup.manikganj.gov.bd। ২৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
- ↑ "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ - সুলতানগঞ্জ ইউনিয়ন"। sultanganjup.dhaka.gov.bd। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |