জসীম পল্লী মেলা

ফরিদপুর জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা

জসীম পল্লীমেলা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ঐতিহ্যবাহী মেলা।[১১] পল্লীকবি জসীম উদ্‌দীনের স্মরণে ১৯৮৮ সাল থেকে প্রতি বছর তার জন্মস্থান ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর কুমার নদের পাড়ে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত হয়।[১২][১৩][১৪][১৫] সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি কবি জসীম উদ্‌দীনের জন্মদিনে এ মেলা আয়োজন করা হয়।[১৬] জসীম পল্লীমেলার মূল আকর্ষণ হলো কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক, এবং পল্লীগানের প্রতিযোগিতা।

জসীম পল্লীমেলা
প্রধান ফটক, জসীম পল্লীমেলা ২০২৩
প্রতিষ্ঠিত১৯৮৮ [১][২][৩]
প্রতিষ্ঠাতাফরিদপুর সাহিত্য পরিষদ [১][২][৪]
প্রতিষ্ঠার উদ্দেশ্যপল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতি ধারণ এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার।
ধরনসাংস্কৃতিক
স্থানঅম্বিকাপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর [১][২][৫]
পুনরাবৃত্তির হারবাৎসরিক
মেলা শুরুজানুয়ারী/ফেব্রুয়ারি[৬] [১][২][৭]
ব্যাপ্তি১৯-২১ দিন[৮][৯][১০]
আকর্ষণপল্লীগান, নাটক, কবিতা ও নাচ

ইতিহাস সম্পাদনা

১৯৮৮ সালের ১ জানুয়ারী, পল্লীকবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে প্রথম জসীম মেলা অনুষ্ঠিত হয়।[১][২][১৭] তখন মেলার ব্যাপ্তিকাল ছিল মাত্র তিন দিন।[১] পরবর্তীতে মেলার সময়কাল বৃদ্ধি করে সাত, পনেরো এবং এক মাস করা হয়। ১৯৯১ সালে তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে এর গুরুত্ব বৃদ্ধি পায়।[২][১] পরবর্তীতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন মেলার আয়োজনে ভূমিকা রাখতে শুরু করে। ২০২৩ সালের জানুয়ারীতে ২১ দিনব্যাপী জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়।[১৮] মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক, স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যের স্টল, বিভিন্ন খাবারের স্টল এবং আরও অনেক আকর্ষণীয় দিক থাকে।

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফরিদপুরে জসীম পল্লী মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি"সময় টিভি। ৩১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু"banglanews24.com। ২০২৩-০১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  3. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  4. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  5. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  6. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  7. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  8. "ফরিদপুরে শুরু হচ্ছে ২১দিনব্যাপী জসীম পল্লী মেলা"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  9. "কুমার নদের পাড়ে শুরু হলো জসীম পল্লী মেলা"সময় টিভি। ২ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  10. "ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসিম পল্লীমেলা শুরু"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  11. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  12. "ফরিদপুরে ১৯ দিনব্যাপী জসিম পল্লীমেলা শুরু"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  13. "ফরিদপুরে জসীম পল্লী মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি"সময় টিভি। ৩১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  14. "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু"banglanews24.com। ২০২৩-০১-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  15. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  16. BonikBarta। "ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ"ফরিদপুরে জসীম পল্লী মেলা শুরু আজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  17. "ফরিদপুরে চলছে জসীম পল্লী মেলা"এখন টিভি। ২০২৪-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  18. "ফরিদপুরে শুরু হচ্ছে ২১দিনব্যাপী জসীম পল্লী মেলা"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩