জয় পাণ্ডা
বৈজায়ান্ত্ "জয়" পাণ্ডা (ইংরেজি: Baijayant "Jay" Panda) একজন ভারতীয় রাজনীতিক। বর্তমান ভারতের নিম্ন কক্ষ লোকসভার সদস্য। তিনি বিজু জনতা দলের সদস্য রূপে কেন্দ্রপারা লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হন। তিনি ২০০০র থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।
জয় পাণ্ডা | |
---|---|
সদস্য, পঞ্চদশ লোকসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় 2009 | |
পূর্বসূরী | অর্চনা নায়ক |
সংসদীয় এলাকা | কেন্দ্রপারা |
সদস্য: রাজ্যসভা | |
কাজের মেয়াদ ৪ এপ্রিল ২০০০ – ২০০৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বৈজয়ন্ত পাণ্ডা ১ জানুয়ারি ১৯৬৪ কটক, ওড়িশা |
রাজনৈতিক দল | বিজু জনতা দল |
দাম্পত্য সঙ্গী | জাগী মঙ্গত পাণ্ডা |
বাসস্থান | ভুবনেশ্বর |
প্রাক্তন শিক্ষার্থী | মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
জীবিকা | রাজনীতিবিদ |
ধর্ম | হিন্দু ধর্ম |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | Official Website |
প্রারম্ভিক জীবন
সম্পাদনা১৯৬৪ সালের ১২ জানুয়ারি কটকে জয় পাণ্ডার জন্ম হয়েছিল। তার পিতা বংশীধর পাণ্ডা ও মাতা ইলা পাণ্ডা। তিনি মিচিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Michigan Technological University) অধ্যয়ন করেন। অভিযান্ত্রিক ও ম্যানেজমেন্টের জ্ঞানে পুষ্ট পাণ্ডা রাজনীতিতে পদার্পণ করার আগে কর্পোরেট সেক্টরে কাজ করেছিলেন। তিনি বিজু জনতা দল গঠন করতে বিজু পাটনায়ককে এবং পরে নবীন পাটনায়ককে সহযোগিতা করেন।[১]
পাণ্ডা ১৯৯৪ সালে জাগী মঙ্গত পাণ্ডাকে বিয়ে করেন।[২] তার স্ত্রী জাগী মঙ্গত পাণ্ডা একজন উদ্যোগপতি এবং বর্তমান অরটেল কমিউনিকেশন লিমিটেডের পরিচালন সঞ্চালক।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.jaypanda.in/?page_id=228[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮।
- ↑ http://investing.businessweek.com/research/stocks/private/person.asp?personId=2985709&privcapId=2945138
- ↑ "Jay & Jagi Panda"। Atelier। ১৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৩।