জয়ন্তিয়া ভাষা
জয়ন্তিয়া (প্নার নামেও পরিচিত)[৪] একটি অস্ট্রো-এশীয় ভাষা যা ভারত ও বাংলাদেশে জয়ন্তিয়া জনগোষ্ঠীর লোকেদের কথ্য ভাষা৷ ভোঈ ভারতের মেঘালয় রাজ্যের রী ভোঈ জেলার জয়ন্তিয়াভাষী লোকেদের কথ্য উপভাষা৷
জয়ন্তিয়া | |
---|---|
জয়ন্তিয়া ভাষা বা প্নার | |
দেশোদ্ভব | ভারত (মেঘালয়) ও বাংলাদেশ |
জাতিতত্ত্ব | জয়ন্তিয়া জনগোষ্ঠী |
মাতৃভাষী | ভারত - ৩১৯৩২৪, বাংলাদেশ - ৮০০০ [১] (২০১১ জনগণনা)[২] |
অস্ট্রো-এশীয়
| |
উপভাষাসমূহ |
|
লাতিন | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | pbv |
গ্লোটোলগ | pnar1238 [৩] |
ধ্বনিতত্ত্বসম্পাদনা
জয়ন্তিয়া ভাষাতে ৩০ টি বর্ণমালা আছে যার মধ্যে ৭ টি স্বরবর্ণ ও ২৩ টি ব্যঞ্জনবর্ণ উপস্থিত৷
উপভাষাসম্পাদনা
ভোঈ এই ভাষার একটি বিচ্ছিন্ন উপভাষা হলেও আরো ১৪ টি উপভাষার অস্তিত্ব পাওয়া যায়৷ সেগুলি হলো - নারতিয়াং, নঞ্জঙ্গি, নংবা, মিনসো, শিলিয়াং, মিনতাং, শাংপুং, জোয়াই, রিম্বাই, সুতঙা, নংখ্লিয়ে, লাকাডং, নারপু, সাইপুং৷[৫]
পদাংশের বিন্যাসসম্পাদনা
জয়ন্তিয়া ভাষায় পদাংশের বিন্যাসের ক্ষেত্রে কমপক্ষে একটি একককেন্দ্র স্বরধ্বনি থাকে; সর্বাধিক দুটি ব্যাঞ্জনধ্বনির জটিল আরম্ভ, একটি সংযুক্ত স্বরকেন্দ্র ও একটি অন্ত ব্যাঞ্জন থাকে৷ দ্বিতীয় প্রকারে, আরম্ভের ব্যাঞ্জনধ্বনির ঠিক পরেই পদাংশের নাসিক্য বা কম্পনজাত বা পার্শ্বীয় পদাংশের প্রয়োগ করা হয় যা পদের অবশিষ্টাংশরূপে কাজ করে৷
জনবিন্যাসসম্পাদনা
বাংলাদেশের সিলেট জেলার উত্তরাংশে জৈন্তাপুর উপজেলা ও তৎসংলগ্ন অঞ্চলে প্রায় ৮,০০০ জয়ন্তিয়াভাষী জনগোষ্ঠীর বাস৷
ভারতের মেঘালয় রাজ্য জয়ন্তিয়া জনজাতির মুলক্ষেত্র৷ রাজ্যটিতে ৩১৬৮৬৩ জন জয়ন্তিয়াভাষী বাস করেন৷[৬]
- পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলা - ১০০০৬১ (৮১.৩৯%)
- পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা - ২১১৩৩৫ (৭৭.৬৪%)
- পূর্ব খাসি পাহাড় জেলা - ৪৮৮২ (০.৫৯%)
- রী ভোঈ জেলা - ৫৩৭ (০.২১%)
এছাড়া আসামে ২১৬৯ জন বাস করেন, যার মধ্যে পশ্চিম কার্বি আংলং জেলাতে ১৯৩৭(০.৬৬%) লোক বসবাস করেন৷
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ https://joshuaproject.net/people_groups/12654/BG
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011"। www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৭।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "জয়ন্তিয়া"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ Sidwell, Paul. (2005). The Katuic languages: classification, reconstruction and comparative lexicon. LINCOM studies in Asian linguistics, 58. Muenchen: Lincom Europa. আইএসবিএন ৩-৮৯৫৮৬-৮০২-৭
- ↑ https://www.academia.edu/2040472/A_phonetic_description_and_phonemic_analysis_of_Jowai-Pnar
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.htmll