জয়নুল আবেদীন জায়েদী
অ্যাডভোকেট জয়নুল আবেদীন জায়েদী (আনু. ১৯৪৪-১১ জানুয়ারি ২০১৪) বাংলদেশের ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন জায়েদী | |
---|---|
ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | আব্দুল মালেক |
উত্তরসূরী | মতিউর রহমান |
ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬ | |
পূর্বসূরী | খুররম খান চৌধুরী |
উত্তরসূরী | আব্দুস সাত্তার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৪৪ ময়মনসিংহ জেলা |
মৃত্যু | ১১ জানুয়ারি ২০১৪ শমরিতা হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | এলডিপি |
অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | চার ছেলে ও এক মেয়ে |
প্রাথমিক জীবন
সম্পাদনাজয়নুল আবেদীন জায়েদী ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাজয়নুল আবেদীন জায়েদী আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ময়মনসিংহ-৪ আসন থেকে সংসদ সদস্য নিবাির্চত হন।[১] এর পর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পুনরায় সংসদ সদস্য নিবাির্চত হন।[২] ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন তিনি।
২৬ অক্টোবর ২০০৬ সালে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা এলডিপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যু
সম্পাদনাজয়নুল আবেদীন জায়েদী ১১ জানুয়ারি ২০১৪ সালে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।
- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।
- ↑ "জয়নাল আবেদীন জায়েদীর মৃত্যুতে এলডিপির শোক"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০১৪। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।
- ↑ "শো ক, জয়নুল আবেদীন"। দৈনিক প্রথম আলো। ১২ জানুয়ারি ২০১৪। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২০।