আব্দুস সাত্তার (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ

মোঃ আব্দুস সাত্তার (জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯৫২) হলেন ময়মনসিংহে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ময়মনসিংহ-৮ থেকে ২ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।[১]

আব্দুস সাত্তার
ময়মনসিংহ-৮ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ৩০ সেপ্টেম্বর ২০০১
পূর্বসূরীজয়নুল আবেদীন জায়েদী
উত্তরসূরীশাহ নুরুল কবির শাহীন
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৪ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীশাহ নুরুল কবির শাহীন
উত্তরসূরীফখরুল ইমাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৫২ (বয়স ৭২)
ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানউম্মি ফারজানা ছাত্তার

প্রাথমিক জীবন

সম্পাদনা

আব্দুস সাত্তার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি এমএসসি সম্পন্ন করেছেন।

কর্মজীবন

সম্পাদনা

আব্দুস সাত্তার আমদানী-রপ্তানি ব্যবসার সাথে সম্পৃক্ত। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৭ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[২] ২০০১ সালে তিনি বিএনপি প্রার্থীর নিকট পরাজিত হন। ২০০৯ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সাত্তার ৯ম জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি[৩] এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[৩]

বিতর্ক

সম্পাদনা

ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধা আবুল কাশেম সংসদ সদস্য আব্দুস সাত্তারের বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ১৯৯৬ সাল পর্যন্তও তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় ছিল না।[১][৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এবার সাবেক এমপি সাত্তারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্ক!"। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "Constituency 153"www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ 
  4. "ময়মনসিংহের সাবেক এমপির মুক্তিযোদ্ধা সনদ বাতিল দাবি"। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]