জন ফুলটন রিড

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

জন ফুলটন রিড (ইংরেজি: John Fulton Reid; জন্ম: ৩ মার্চ, ১৯৫৬) অকল্যান্ডে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

জন ফুলটন রিড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জন ফুলটন রিড
জন্ম (1956-03-03) ৩ মার্চ ১৯৫৬ (বয়স ৬৮)
অকল্যান্ড, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কবিএ রিড (কাকাতো ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪৪)
২৩ ফেব্রুয়ারি ১৯৭৯ বনাম পাকিস্তান
শেষ টেস্ট১৩ মার্চ ১৯৮৬ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৬)
৬ ফেব্রুয়ারি ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই২ ফেব্রুয়ারি ১৯৮৬ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৫ – ১৯৮৮অকল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৯ ২৫ ১০১ ৬৬
রানের সংখ্যা ১,২৯৬ ৬৩৩ ৫,৬৫০ ২,১৬৫
ব্যাটিং গড় ৪৬.২৮ ২৭.৫২ ৩৮.১৭ ৪০.০৯
১০০/৫০ ৬/২ ০/৪ ১১/২৯ ১/১৩
সর্বোচ্চ রান ১৮০ ৮৮ ১৮০ ১১৮
বল করেছে ১৮
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ৫/– ১১৬/৯ ২৭/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ মে ২০১৮

সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ব্রুস রিড সম্পর্কে তার কাকাতো ভাই। তবে নিউজিল্যান্ড দলের সাবেক অধিনায়ক জন রিচার্ড রিড সম্পর্কে তার কেউ নন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

১৯৭৯ থেকে ১৯৮৬ সময়কালে জন রিড ১৯ টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। তার টেস্ট ব্যাটিং গড় ছিল ৪৬.২৮। তন্মধ্যে, ছয়টি টেস্ট শতক রয়েছে তার। এছাড়াও ২৭.৫২ গড়ে ওডিআইয়ে রান তুলেছেন তিনি।

মানানসই ৪৬.২৮ ব্যাটিং গড়ে রান তুললেও ক্রিকইনফোয় প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড়ে বড় ধরনের পার্থক্য দেখা যায়। প্রথম ইনিংসে ৬৮.৪১ গড়ের সাথে ১২.০৯ পার্থক্যে ৫৬ রান জড়িয়ে রয়েছে। সবচেয়ে কম ইনিংস খেলে সহস্রাধিক টেস্ট রান সংগ্রহের নিউজিল্যান্ডীয় রেকর্ড অদ্যাবধি টিকে রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Cricinfo data"। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৩ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা