জনাথন বিবি

ফুটবলার

জনাথন বিবি (ইংরেজি: Jonathan Bibi; জন্ম: ২৮ জুলাই ১৯৮৪) হলেন একজন সেইশেলি পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে সেইশেলি ক্লাব সাঁ লুই সানস ইউনাইটেডের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

জনাথন বিবি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জনাথন বিবি
জন্ম (1984-07-28) ২৮ জুলাই ১৯৮৪ (বয়স ৩৯)
জন্ম স্থান সেশেলস
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাঁ লুই সানস ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০০৬ লা পাস
২০০৭– সাঁ লুই সানস ইউনাইটেড
জাতীয় দল
২০০৩–২০১১ সেশেলস ২৯ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৪৮, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৪৮, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৩–০৪ মৌসুমে, সেইশেলি ক্লাব লা পাসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; লা পাসের হয়ে চার মৌসুম অতিবাহিত করার পর ২০০৭–০৮ মৌসুমে তিনি সাঁ লুই সানস ইউনাইটেডে যোগদান করেছেন। জনাথন ২০০৩ সালে সেশেলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেশেলসের জার্সি গায়ে তিনি সর্বমোট ২৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জনাথন বিবি ১৯৮৪ সালের ২৮শে জুলাই তারিখে সেশেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

২০০৩ সালের ৭ই জুন তারিখে, মাত্র ১৮ বছর, ১০ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জনাথন জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০০৪ আফ্রিকান কাপ অব নেশন্সের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেশেলসের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি সেশেলস ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] সেশেলসের হয়ে অভিষেকের বছরে জনাথন সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সেশেলস ২০০৩
২০০৫
২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১১
সর্বমোট ২৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Seychelles win first football gold medal"। Seychelles Nation। ১৩ আগস্ট ২০১১। ৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২১ 
  2. Strack-Zimmermann, Benjamin (২০০৩-০৬-০৭)। "Seychelles vs. Zimbabwe (2:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা