ছোট বেজি
স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি
ছোট বেজি বা নকুল[২] বা ছোট ভারতীয় বেজি[৩] (বৈজ্ঞানিক নাম: Herpestes javanicus) হচ্ছে হারপেস্টিডি পরিবারের হারপেস্টেস গণের একটি বেজি জাতীয় প্রাণী।[২] বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
ছোট বেজি | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | স্তন্যপায়ী (ম্যামেলিয়া) |
বর্গ: | শ্বাপদ বর্গ (মাংসাশী) |
উপবর্গ: | ফেলিফর্মিয়া |
পরিবার: | Herpestidae |
গণ: | Urva (এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ১৮১৮) |
প্রজাতি: | U. javanica |
দ্বিপদী নাম | |
Urva javanica (এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ১৮১৮) | |
উপপ্রজাতি | |
U. j. javanica | |
ছোট বেজির বিস্তৃতি |
বর্ণনা
সম্পাদনাছোট বেজির দেহ খাটো ও সরু, লেজ দীর্ঘ এবং পা খাটো। লেজ আকারে পাথাসহ দেহের তিন-চতুর্থাংশ; লেজের প্রান্তদেশে লোম থাকে না। এই প্রজাতির মাথাসহ দেহের দৈর্ঘ্য ২৮ সেমি ও লেজ ২৩ সেমি।[২]
বিস্তৃতি
সম্পাদনাছোট বেজি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মালয়েশিয়ায় পাওয়া যায়।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chutipong, W.; Duckworth, J. W.; Timmins, R.; Willcox, D. H. A.; Ario, A. (২০১৬)। "Herpestes javanicus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2016: e.T70203940A45207619। অজানা প্যারামিটার
|name-list-style=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ক খ গ ঘ জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৩৬-১৩৭।
- ↑ ক খ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯৬