বেজি

স্তন্যপায়ী প্রাণী
(Herpestidae থেকে পুনর্নির্দেশিত)

বেজি বা নেউল (সংস্কৃত নকুল) হারপেস্টিডে গোত্রের শ্বাপদ (Herpestidae family of order Carnivora) স্তন্যপায়ী প্রাণী। লোমশ শরীর দ্রুত চলাচল করে। দিনের বেলায় খাবার সংগ্রহ করে রাতে মাটিতে নিজেদের তৈরীকৃত গর্তে বাস করে। মাছ, হাঁস-মুরগি, অন্য ছোট প্রাণী এদের খাদ্য।শহরে ঝোপ ঝাড় বিশিষ্ট এলাকায় এবং গ্রামে দেখা যায়।

বেজি
Mongoose[]
সময়গত পরিসীমা: অলিগোসিন যুগ থেকে বর্তমানকাল
উপরে বাঁদিকে: সুরিকতা সুরিকত্তা

উপরে ডানদিকে: সিনিকটিস পেনিসিলাটা
নীচে বাম: গ্যালেরেলা স্যাঙ্গুইনিয়া
নীচে ডান: হারপেস্টেস এডওয়ার্ডসি

বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: শ্বাপদ
উপবর্গ: ফেলিফর্মিয়া
পরিবার: হারপেস্টিডি
বোনাপার্ট, ১৮৪৫
গোষ্ঠীর ধরন
হারপেস্টেস
ইলিগার, ১৮১১
জেনেরা
প্রতিশব্দ
  • সিনেকটেডি, কোপ, ১৮৮২
  • হারপেস্টোইডি, উইঙ্গ, ১৮৯৫
  • মঙ্গোটিডে, পকক, ১৯২০
  • রাইনোগ্যালাডাই, গ্রে, ১৮৬৯
  • সুরিকাটিডি, কোপ, ১৮৮২
  • সুরিকাটিনা, থমাস, ১৮৮২

বেজিকে সাপের শত্রু বলে গণ্য করা হয়। এরা দ্রুত প্রতিক্রিয়াশীলতা দ্বারা সাপকে পরাস্ত করতে পারে। এদের সাপের বিষে অনাক্রম্যতা আছে। অনুমান করা হয় যে এদের নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টার কেউটে সাপের বিষের সঙ্গে এমন ভাবে সহ-বিবর্তন হয়েছে যে রিসেপ্টরের যে অংশে বিষ সাধারণতঃ বাঁধতে পারে সেই অংশটি পরিবর্তিত হয়ে গেছে[]। ফলে কেউটের বিষ বেজির রিসেপ্টরের সঙ্গে বেঁধে তাকে অকেজো করতে পারেনা।

চিত্রশালা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Wozencraft, W. C. (২০০৫)। "Order Carnivora"। Wilson, D. E.; Reeder, D. M। Mammal Species of the World (3rd সংস্করণ)। Johns Hopkins University Press। পৃষ্ঠা 562–571। আইএসবিএন 978-0-8018-8221-0ওসিএলসি 62265494 
  2. Hedges, Stephen. "Science: Mongoose's secret is to copy its prey"; New Scientist; 11 জানুয়ারী ১৯৯৭ .