ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ

স্যার ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ কেসিআইই (অসমীয়া: ছাৰ ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ; ২১ মে ১৮৮৫ - ৮ জানুয়ারী ১৯৫৫) ১৯৩৭ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে আসামের ১ম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ভারতের গণপরিষদের সদস্যও ছিলেন।

স্যার
ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ
ছাৰ ছৈয়দ মহম্মদ ছাদুল্লাহ
দাপ্তরিক প্রতিকৃতি, ১৯৪৬
আসামের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১ এপ্রিল ১৯৩৭ – ১১ ফেব্রুয়ারি ১৯৪৬ (1 month interruption by Bordoloi govt.)
পূর্বসূরীপদ প্রতিষ্ঠিত
উত্তরসূরীগোপীনাথ বরদলৈ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৮৫-০৫-২১)২১ মে ১৮৮৫
গুয়াহাটি
মৃত্যু৮ জানুয়ারি ১৯৫৫(1955-01-08) (বয়স ৬৯)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলAssam Valley Party (coalition under Assam United Muslim Party and INC later with AIML)
সম্পর্কMohammad Ishfaqul Mazid (nephew)[১]
প্রাক্তন শিক্ষার্থীCotton College, Guwahati
Presidency College, Calcutta
পেশা1st Prime Minister of Assam Province before independence, politician
জীবিকাLawyer, politician
পুরস্কারOrder of the Indian Empire(1946)

সাদুল্লা ১৯২৮ সালের জন্মদিনের সম্মানে নাইট উপাধি পেয়েছিলেন।[২] এবং ১৯৪৬ সালের জন্মদিনের সম্মানে একজন নাইট কমান্ডার অফ দি অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার (KCIE) নিযুক্ত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Khan, Waqar A. (২০২১-১১-০১)। "Maj. Gen. Ishfakul Majid: Soldier & Gentleman"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৮ 
  2. "Birthday Honours List of King George V"The London Gazette। ৪ জুন ১৯২৮। পৃষ্ঠা 3847। 
  3. "Birthday Honours List of King George VI"The London Gazette। ১৩ জুন ১৯৪৬। পৃষ্ঠা 2762।