ছিনাই ইউনিয়ন
২ নং ছিনাই ইউনিয়ন পরিষদ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
ছিনাই ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
২নং ছিনাই ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | রাজারহাট উপজেলা |
আয়তন | |
• মোট | ২৪.৩৬ বর্গকিমি (৯.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৮,২৮০ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাছিনাই একটি প্রাচীন জনপদ তার প্রমাণ মেলে ছিনাই ইউনিয়রের চতুর্ভুজ গ্রামের সেন পাড়ায় সেন স্থাপত্যের নিদর্শন চতুর্ভুজ শিব মন্দির দেখে। প্রচলিত মত অনুসারে চতুর্ভুজ গ্রামটি একটি চতুর্ভুজাকৃতি বদ্বীপ ছিল যার উত্তরে ধরলা নদী পূর্বদিকে সাতবোন নদী (বর্তমানে মৃত) এবং দক্ষিণ-পশ্চিমে সেনয় নদী (বর্তমানে মৃত)।[২]
দর্শনীয় স্থান
সম্পাদনাএলজিইডি চত্বর: ছিনাই বাজারের পশ্চিম দিকে রংপুর - কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ১০ একর জমির উপর এটি নির্মিত । বছরে কিছু সময় বিভিন্ন অনুষ্ঠান ও বনভোজনের জন্য বিভিন্ন জায়গা হতে মানুষজন সেখানে বেড়াতে আসেন।
মৌজাসমূহ
সম্পাদনা- মীরেরবাড়ী
- বানেশ্বর নীলকন্ঠ
- মহিধর খন্ডক্ষেত্র
- জয়কুমর
- কালুয়া
- কিং ছিনাই
- চতুর্ভূজ
- রামরতন
- পূর্বদেবত্তর
- মেখলী
- ছিনাইহাট
- দেবালয়
- নিলাই
- কিসামত পাইকপাড়া
- রামকার্জ্জি
- আচার্য্য
- ছত্রজিৎ
- গুরুকৃষ্ণ[৩]
বিভিন্ন প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ ১টি
তহশিল অফিস ১ টি
কমিউনিটি ক্লিনিক ৫টি
বে-সরকারি সংস্থা ৮টি
বহুমূখী সমবায় সমিতি ৫টি
ডাকঘর ২টি
ব্যাংক ১ টি
হাটবাজার
সম্পাদনা- পাঙ্গাহাট-মীরেরবাড়ী
- চওড়া হাট-মহীধরখন্ডক্ষেত্র ।
- বৈদ্যেরবাজার-ছত্রজিৎ
- ছিনাইহাট ।
- একতা বাজার-কালুয়া
- চায়না বাজার ।
- বউদির বাজার
- আমিনবাজার ।
- গড়ের বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা১.স্বৈরাচার বিরোধী আন্দোলনের সৈনিক শহীদ রাউফুন বসুনিয়া।
২.শহীদ আজিজার রহমান।
৩.ভাওয়াইয়া সংগীত শিল্পী বাবু অনন্ত কুমার দেব।
৪.বাংলা ব্যাকরণবীদ রাখাল চক্রবর্তী।
৫.জননেতা জাফর আলী।
৬.সাবেক চেয়ারম্যান নুরুল হক ব্যাপারী।
৭.কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।
৮.পাঙ্গা রাজা নাতি রণবীর।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রাজারহাট উপজেলা"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ছিনাই ইউনিয়ন - Google Search"। www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
- ↑ "ছিনাই ইউনিয়ন"। ২০২১-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।