ছিকুং

চীনে ঐতিহ্যগতভাবে প্রচলিত দেহের ভঙ্গি ও সঞ্চালন, শ্বাসপ্রশ্বাস গ্রহণ ও ধ্যানের সুসমন্বিত পদ্ধ

ছিকুং[টীকা ১] (সরলীকৃত চীনা: 气功; প্রথাগত চীনা: 氣功; ফিনিন: qìgōng; আক্ষরিক: "জীবনীশক্তি অনুশীলন") দেহভঙ্গি, নড়াচড়া, শ্বাস-প্রশ্বাস এবং ধ্যানের একটি সমন্বিত পদ্ধতি,[১] যা স্বাস্থ্য, আধ্যাত্মিকতা এবং সমরকলা (মার্শাল আর্ট) প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।[২] এই পদ্ধতিটির উৎস ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাবিদ্যা, চীনা দর্শনচীনা সমরকলা। চীনে ও এশিয়ার অন্যত্র এটিকে প্রাণশক্তি তথা ছি-র বিকাশসাধন ও ভারসাম্যবিধানের অনুশীলন হিসেবে গণ্য করা হয়।[৩]

ছিকুং
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 氣功
সরলীকৃত চীনা 气功
ভিয়েতনামীয় নাম
ভিয়েতনামী khí công
Hán-Nôm 氣功
কোরীয় নাম
হাঙ্গুল기공
হাঞ্জা氣功
জাপানি নাম
হিরাগানা きこう
কিউজিতাই 氣功
শিঞ্জিতাই 気功

ছিকুং অনুশীলনে সাধারণত চলন্ত ধ্যান, ধীরে প্রবহমান নড়াচড়ার সমন্বয়, গভীর ছান্দিক শ্বাসপ্রশ্বাস ও মনের শান্ত ধ্যানগ্রস্ত অবস্থার উপর জোর দেওয়া হয়। চীনে ও বিশ্বের অন্য বহু স্থানে লোকজন বিনোদন, শরীরচর্চা বা ব্যায়াম, শিথিলায়ন, প্রতিরোধমূলক চিকিৎসা, ধ্যান, আত্মবিকাশ ও সমরকলার প্রশিক্ষণের অংশ হিসেবে ছিকুং চর্চা করে থাকে।[১]

টীকা সম্পাদনা

  1. এই ম্যান্ডারিন চীনা নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে "কিগং", "চিগং", ইত্যাদি বানানও দেখা যেতে পারে, কিন্তু বাংলা উইকিপিডিয়াতে সঠিক চীনা উচ্চারণের সবচেয়ে কাছাকাছি এবং সহজে পঠনযোগ্য প্রতিবর্ণীকরণ করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tai chi and qi gong: In depth"। National Center for Complementary and Integrative Health, US National Institutes of Health। অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯ 
  2. Plaugher, Noel (২০১৫)। Standing Qigong for health and martial arts, Zhan Zhuang.। Ebooks Corporation। আইএসবিএন 978-0-85701-204-3 
  3. Cohen, K. S. (১৯৯৯)। The Way of Qigong: The Art and Science of Chinese Energy Healing। Random House of Canada। আইএসবিএন 978-0-345-42109-8 

বহিঃসংযোগ সম্পাদনা