ছায়াবৃক্ষ (চলচ্চিত্র)
ছায়াবৃক্ষ ২০২৪ সালের একটি বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ১৫ বছর পর বড় পর্দায় জুটি হয়ে প্রধান চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন ও অপু বিশ্বাস। সহকারী ভূমিকায় ছিলেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল হাসান মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ।[২][৩] এটি বাংলাদেশ সরকারের অনুদানে চা শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত।[৪][৫] এটি ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]
ছায়াবৃক্ষ | |
---|---|
পরিচালক | বন্ধন বিশ্বাস |
প্রযোজক | অনুপ কুমার বড়ুয়া |
চিত্রনাট্যকার | বন্ধন বিশ্বাস |
কাহিনিকার | তানভীর আহমেদ সিডনি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইমন সাহা |
পরিবেশক | অনুপম কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳ ৭০ লাখ[১] |
অভিনয়ে
সম্পাদনা- নিরব হোসেন
- অপু বিশ্বাস
- কাজী নওশাবা আহমেদ
- শতাব্দী ওয়াদুদ
- ডন (অভিনেতা)
- এলিনা শাম্মী
- আজম খান
- মনিরুজ্জামান মিন্টু
- সুমিত সেনগুপ্ত
- ইকবাল বাবু
- জাহিদ
- মাহামুদুল ইসলাম মিঠু
নির্মাণ
সম্পাদনা২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রটি পূর্ণদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ সরকার কর্তৃক অনুদান পায়। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। প্রযোজনা করছেন অনুপ কুমার বড়ুয়া। সংগীত করছেন ইমন সাহা। ২০২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা-বাগানে ছবির শুটিং শুরু হয়।[১] সেখানে এর বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে। মৌলভীবাজার শ্রীমঙ্গলে চা বাগানে গুলোতে কিছু দৃশ্য ধারণ হয়েছে।[৭]
সঙ্গীত
সম্পাদনাছায়াবৃক্ষ চলচ্চিত্রে সঙ্গীত করেছেন ইমরান ও কোনালের গাওয়া একটি গান। ঈগল মিউজিকের ইউটিউব থেকে গানটি প্রকাশ করা হয়। ছায়াবৃক্ষ চলচ্চিত্রে আরেকটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও এন্ড্রু কিশোর। ফজলুর রহমান বাবুরও একটি গান গেয়েছেন।[৮]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়' চলচ্চিত্রের সাথে সংঘর্ষে বাংলাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ প্রতিবেদক, বিনোদন (২০২৪-০২-১০)। "১৪ বছর পর অপু–নিরবের দ্বিতীয় সিনেমা"। Prothomalo। ২০২৪-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "১৫ বছর পর বড় পর্দায় নিরব-অপু, প্রথমবার অনুদানের সিনেমায় দীঘি"। আজকের পত্রিকা। ১৬ ফেব্রুয়ারি ২০২৪। ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "অবশেষে প্রেক্ষাগৃহে আসছে অপু-নিরবের 'ছায়াবৃক্ষ'"। দৈনিক ইনকিলাব। ২০২৪-০২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬।
- ↑ "নিরব-অপুর 'ছায়াবৃক্ষ' আসছে ১৬ ফেব্রুয়ারি"। জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "ভালোবাসার মৌসুমে 'ছায়াবৃক্ষ' ও 'ট্র্যাপ' নিয়ে আসছেন অপু"। দৈনিক ইত্তেফাক। ২৮ জানুয়ারি ২০২৪। ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ছায়াবৃক্ষ'"। দৈনিক জনকণ্ঠ। ২৫ জানুয়ারি ২০২৪। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
- ↑ "রাঙ্গুনিয়ায় শুরু শ্রীমঙ্গলে শেষ 'ছায়াবৃক্ষ' এর শুটিং"। সমকাল। ২০ জুন ২০২১। ৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।
- ↑ "এসেছে অপু-নিরব জুটির ছায়াবৃক্ষ চলচ্চিত্রের পোস্টার"। দৈনিক প্রথম আলো। ৩০ এপ্রিল ২০২২। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২২।
- ↑ "১৫ বছর পর সিনেমা হলে অপু-নিরব, প্রথমবার অনুদানের ছবিতে দীঘি"। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ১৬ ফেব্রুয়ারি ২০২৪। ১৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছায়াবৃক্ষ (ইংরেজি)