ছদ্মবেশী (বাংলা চলচ্চিত্র)
অগ্রদূত পরিচালিত ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র
ছদ্মবেশী অগ্রদূত পরিচালিত ১৯৭১ সালের বাংলা ভাষার ভারতীয় হাস্যরসাত্মক চলচ্চিত্র।[১] এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায়।
ছদ্মবেশী | |
---|---|
পরিচালক | অগ্রদূত |
প্রযোজক | শিব নারায়ণ দত্ত বিভূতি লাহা |
রচয়িতা | উপেন্দ্রনাথ গাঙ্গুলী |
চিত্রনাট্যকার | মহেন্দ্র চক্রবর্তী সুবীর হাজরা |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, জ্যোৎস্না বিশ্বাস, সমিতা বিশ্বাস, শুভেন্দু চট্টোপাধ্যায়, |
সুরকার | সুধীন দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | বৈদ্যনাথ বসাক বিভূতি লাহা |
সম্পাদক | বৈদ্যনাথ চট্টোপাধ্যায় |
প্রযোজনা কোম্পানি | চালচিত্র |
পরিবেশক | সীমা ফিল্মস |
মুক্তি | ১৯৭১ |
স্থিতিকাল | ১২২ মি |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- উত্তম কুমার - অবিনাশ/গৌরহরি
- মাধবী মুখোপাধ্যায় - সুলেখা
- বিকাশ রায় - প্রশান্ত
- শুভেন্দু চট্টোপাধ্যায় - সুবিমল
- তরুণ কুমার - বিনয়
- অনুভা গুপ্ত - লাবণ্য
- জ্যোৎস্না বিশ্বাস - বসুধা
- অশোক মিত্র - হরিপদ
- জহর রায় - ড্রাইভার
- সমিতা বিশ্বাস - লতিকা
সঙ্গীত
সম্পাদনাছদ্মবেশী | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯৭১ | |||
শব্দধারণের সময় | ১৯৭০ | |||
স্টুডিও | চালচিত্র | |||
দৈর্ঘ্য | ০:১৬:৪১ | |||
সঙ্গীত প্রকাশনী | সা রে গা মা পা | |||
প্রযোজক | শিব নারায়ণ দত্ত, বিভূতি লাহা | |||
সুধীন দাশগুপ্ত কালক্রম | ||||
|
সকল গানের গীতিকার ভাস্কর রায়; সকল গানের সুরকার সুধীন দাশগুপ্ত[২]।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আমার দিন কাটে না" | আশা ভোসলে | ৩:২২ |
২. | "আরও দূরে চলো যাই" | আশা ভোসলে | ৩:২৪ |
৩. | "আমি কোন পথে যে চলি" | মান্না দে[৩] | ৩:১৫ |
৪. | "আরে ছো ছো ক্যায়া শরমকে বাত" | অনুপ ঘোষাল | ৩:৩৪ |
৫. | "বাঁচাও কে আছো" | মান্না দে | ৩:০৬ |
মোট দৈর্ঘ্য: | ১৬:৪১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bengali cinema's all-time greatest comedy films"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪।
- ↑ "Gaana: Chhadmabeshi songs"। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪।
- ↑ "Manna Dey was the enigmatic 'Chhadmabeshi' of playback singing"। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছদ্মবেশী (ইংরেজি)