অগ্রদূত
চলচ্চিত্র টেকনিশিয়ানদের গ্রুপ
অগ্ৰদূত বাংলা সিনেমার প্রযুক্তিবিদের একটি গ্রুপ। ১৯৪৬ সালে গঠিত অগ্ৰদূত কোর ইউনিট, যার সদস্য ছিলেন বিভুতি লাহা (ক্যামেরাম্যান, ১৯১৫-১৯৯৭), যতীন দত্ত (শব্দ), শৈলেন ঘোষাল (ল্যাব), নিতাই ভট্টাচার্য (দৃশ্য) এবং বিমল ঘোষ (উৎপাদন) গঠিত।[১] বিভুতি লাহাই অগ্রদূত ছদ্মনামে সিনেমা পরিচালনা করতেন।
অগ্রদূত | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
চলচ্চিত্র
সম্পাদনাঅগ্ৰদূত দ্বারা মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নাম নিচে দেয়া হল:-
- ১৯৪৭: স্বপ্ন ও সাধনা;
- ১৯৪৮: সব্যসাচী, সমাপিকা ও সংকল্প;
- ১৯৫১: বাবলা ও সহযাত্রী;
- ১৯৫২: আন্ধী;
- ১৯৫৪: অণুপমা; অগ্নিপরীক্ষা
- ১৯৫৬: ত্রিযামা;
- ১৯৫৭: পথে হল দেরী;
- ১৯৫৯: লালু ভুলু;
- ১৯৫৯: সূর্য তোরণ;
- ১৯৫৯: সংকল্প;
- ১৯৬০: খোকাবাবুর প্রত্যাবর্তন ও কুহক;
- ১৯৬১: অগ্নি সংস্কার;
- ১৯৬২: বিপাশা ও নব দিগন্ত;
- ১৯৬৩: উত্তরায়ণ;
- ১৯৬৫: অন্তরাল, সূর্যতপা, ও তাপসী;
- ১৯৬৭: নায়িকা সংবাদ;
- ১৯৬৮: কখনো মেঘ;
- ১৯৬৯: চিরদিনের;
- ১৯৭০: মঞ্জরী অপেরা;
- ১৯৭১: ছদ্মবেশী;
- ১৯৭৩: সোনার খাঁচা;
- ১৯৭৭: দিন আমাদের;
- ১৯৮১: সূর্য সাক্ষী;
- ১৯৮৯: অপরাহ্ণের আলো.
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Agradoot"। IMDB.com। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অগ্রদূত (ইংরেজি)
- www.citwf.com-এ অগ্রদূত (ইংরেজি)
ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |