চৌধুরাণী ফাতেহিয়া ফাযিল মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।

চৌধুরাণী ফাতেহিয়া ফাযিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[১][২]

চৌধুরাণী ফাতেহিয়া ফাযিল মাদ্রাসা, রংপুর
চৌধুরাণী ফাতেহিয়া ফাযিল মাদ্রাসার উত্তর দিকের একাডেমিক ভবনের কিছু অংশ।
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৩৫; ৮৯ বছর আগে (1935-01-01)
প্রতিষ্ঠাতাসফের উদ্দিন বসুনিয়া
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষমাও মো মুখলেছুর রহমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪ জন
শিক্ষার্থী৩৪৯ জন
ঠিকানা, ,
ইআইআইএন১২৭৭৩০, মাদ্রাসা কোড- ১৪৩৮৫
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

মাদরাসাটি ১৯৩৫ সালে ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে ঐতিহাসিক দেবী চৌধুরানী এলাকায় প্রথমে চালু হয়। একদা ফুরফুরার পীর ফাতেহ আলী ওয়ায়েসী[৩][৪][৫] উক্ত মাদ্রাসার সূচনা লগ্নে আগমন করেন। তার ভক্ত সাবের উদ্দিন বসুনিয়া, আজিজুল হক চৌধুরী, মোহাম্মদ আলী খলিফা, আনিসুল হক মাস্টারসহ চেীধুরাণী গ্রামের কিছু ব্যক্তি এ ফাযিল মাদ্রাসাটির নাম পীর ফতেহ আলীর নামে নামকরণ করেন। মাদ্রাসাটি ১৯৫৭ সালে দাখিল, ১৯৬৩ সালে আলিম এবং ১৯৬৯ সালে ফাযিল খোলার অনুমতি পায়। মাদ্রাসাটি ফাযিল পর্যন্ত এমপিওভুক্ত।

ভবনের বিবরণ সম্পাদনা

মাদরাসাটি র প্রায় ১.৬৭ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১৯.৯০ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ২টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-১টি।

অন্যান্য সম্পাদনা

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি

পোশাক সম্পাদনা

ছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল সম্পাদনা

প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ৯২% এবং আলিমে ১০০% পাশ করে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ফাযিল মাদ্রাসা, চৌধুরাণী ফাতেহিয়া। "চৌধুরাণী ফাতেহিয়া ফাযিল মাদ্রাসা"পীরগাছা উপজেলা। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  2. ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চৌধুরানী ফাতেহিয়া (২৬ জানুয়ারি ২০২২)। "রংপুর জেলার ওয়েব সাইট"রংপুর জেলার ওয়েব সাইট। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  3. "নসব নামা ও শাজরা"ফুরফুরা শরীফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "স্বাধীনতা সংগ্রামী হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী (রহ.) এর জীবনী (ফুরফুরা দরবার শরীফ) | ইসলামী ছাত্রসেনা"। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬ 
  5. "ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফের ২দিনব্যাপী ২৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু"বিডি বুলেটিন (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২২। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬ 
  6. "CHOUDHURANI FATEHIA FAZIL MADRASAH"127730.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬